পাথরের যুগ কাকে বলে? পুরােনাে পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের পার্থক্য কোথায় ছিল?

পাথরের যুগ কাকে বলে? পুরােনাে পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের পার্থক্য কোথায় ছিল? (Mark 5 Question)

উত্তর:

পাথরের যুগ – যে লক্ষ লক্ষ বছর সময়কাল (খ্রি.পূ. ২০ লক্ষ বছর থেকে খ্রি. পূ. ৮ মজার বছর পর্যন্ত) আদিম মানুষ পাথর দিয়ে হাতিয়ার বানাত, সেই সময়কালকে পাথরের যুগ বলা হয়। পাথরের যুগের তিনটি ভাগ ছিল। পরেনাে পাথরের যুগ, মাঝের পাথরের যুগ, নতুন পাথরের যুগ। পুরােনাে পাথরের যুগের সঙ্গে নতুন পাথরের যুগের পার্থক্য পার্থক্যটি হল নিম্নরূপ

[1] সময়কাল : নতুন পাথরের যুগের সময়কাল হল আনুমানিক | খ্রিস্টপূর্ব ৮ হাজার থেকে খ্রিস্টপূর্ব ৪ হাজার বছর। অন্যদিকে,পুরােনাে পাথরের যুগের সময়কাল হল আনুমানিক খ্রিস্টপূর্ব ২০ লক্ষ বছর থেকে খ্রিস্টপূর্ব ১০ হাজার বছর। 

[2] বিশেষত্ব: হাতল লাগানাে মসৃণ ও ধারালাে হাতিয়ারের ব্যবহার, কৃষি কৌশলের উদ্ভাবন, চাকার আবিষ্কার, যাযাবর জীবন ছেড়ে একটি অঞ্চলে স্থায়ী বসতি স্থাপন—এই সবই ছিল নতুন পাথরের যুগের বৈশিষ্ট্য। আবার, ঘুরে ঘুরে খাবার জোগাড়, দুই দিক ধারালাে বড়াে পাথরের অস্ত্র ব্যবহার, পােশাক হিসেবে পশুর চামড়া এবং ব্যবহার সামগ্রী হিসেবে পশুর হাড় ব্যবহার—এই সবই ছিল পুরােনাে পাথরের যুগের বৈশিষ্ট্য।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment