প্রতীপ ঘূর্ণবাত সম্পর্কে কী জান? Class 10 | Geography | 3 Marks
উত্তর: প্রতীপ ঘূর্ণবাত : নাতিশীতোষ্ণমণ্ডল ও হিমমণ্ডলের কোনাে স্বল্প। পরিসর স্থানে তীব্র ঠান্ডার জন্য উচ্চচাপ সৃষ্টি হলে সেই উচ্চচাপ কেন্দ্র থেকে বাতাস বাইরের নিম্নচাপের দিকে যদি প্রবলবেগে কুণ্ডলীর আকারে প্রবাহিত হয় তবে তাকে বলে প্রতীপ ঘূর্ণর্বাত।
বৈশিষ্ট্য : প্রতীপ ঘূর্ণবাত বৈশিষ্ট্যগুলি হল —
1) উচ্চচাপযুক্ত কেন্দ্র: প্রতীপ ঘূর্ণবাতের কেন্দ্রে উচ্চচাপ থাকে।
2)কেন্দ্ৰবহির্মুখী প্রবাহ: এই বায়ু সর্বদা কেন্দ্ৰবহির্মুখে প্রবাহিত হয়।
3) বায়ুর প্রকৃতি: প্রতীপ ঘূর্ণবাতের বায়ু শুষ্ক, শীতল ও নিম্নগামী।
4) বায়ুপ্রবাহের দিক: প্রতীপ ঘূর্ণবাত উত্তর গােলার্ধে ঘড়ির কাটার গতির দিকে এবং দক্ষিণ গােলার্ধে ঘড়ির কাঁটার গতির বিপরীতে বায়ু প্রবাহিত হয়।
5) আবহাওয়া: প্রতীপ ঘূর্ণবাতে আবহাওয়া ঝড়ঝঞামুক্ত ও আকাশ মেঘমুক্ত থাকে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।