পেডিমেন্ট ও বাজাদা এর মধ্যে পার্থক্য লেখাে ?

পার্থক্য লেখাে: পেডিমেন্ট ও বাজাদা Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য: পেডিমেন্ট ও বাজাদার প্রধান পার্থক্যগুলি হল—

বিষয়পেডিমেন্ট বাজাদা 
ধারণামরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সৃষ্ট কঠিন শিলাগঠিত প্রায় সমতলভূমিকে পেডিমেন্ট বলে। পেডিমেন্টের সম্মুখভাগে বায়ু ও জলধারার মাধ্যমে বালি ও পলি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয়, তাকে বাজাদা বলে।
অবস্থান এর একদিকে থাকেইনসেলবার্জ এবং আর-একদিকে বাজাদা।এর একদিকে থাকে পেডিমেন্ট এবং আর-এক দিকে প্লায়া। 
সৃষ্টির প্রক্রিয়া এটি সাধারণত ক্ষয়কাজের মাধ্যমে গড়ে ওঠে।এটি প্রধানত সয়কাজের মাধ্যমে সৃষ্টি হয়। 
গঠনকারী উপাদান ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড, পান নুড়ি, কাঁকর প্রভৃতিদ্বারা গঠিত হয়।এটি সূক্ষ্ম বালি পলিকণা প্রভৃতি দ্বারা গঠিত হয়।
ঢাল এর ঢাল 1° থেকে 7° পর্যন্ত হয়।এর ঢাল খুব কম এবং প্লায়ার কাছে ঢাল শূন্যও হতে পারে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

1 thought on “পেডিমেন্ট ও বাজাদা এর মধ্যে পার্থক্য লেখাে ?”

Leave a Comment

error: Content is protected !!