পার্থক্য লেখাে: পেডিমেন্ট ও বাজাদা Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
পেডিমেন্ট ও বাজাদার পার্থক্য: পেডিমেন্ট ও বাজাদার প্রধান পার্থক্যগুলি হল—
বিষয় | পেডিমেন্ট | বাজাদা |
ধারণা | মরু অঞ্চলে পর্বতের পাদদেশে বায়ু ও জলধারার সম্মিলিত কাজের ফলে সৃষ্ট কঠিন শিলাগঠিত প্রায় সমতলভূমিকে পেডিমেন্ট বলে। | পেডিমেন্টের সম্মুখভাগে বায়ু ও জলধারার মাধ্যমে বালি ও পলি সঞ্চিত হয়ে যে সমতল ভূমির সৃষ্টি হয়, তাকে বাজাদা বলে। |
অবস্থান | এর একদিকে থাকেইনসেলবার্জ এবং আর-একদিকে বাজাদা। | এর একদিকে থাকে পেডিমেন্ট এবং আর-এক দিকে প্লায়া। |
সৃষ্টির প্রক্রিয়া | এটি সাধারণত ক্ষয়কাজের মাধ্যমে গড়ে ওঠে। | এটি প্রধানত সয়কাজের মাধ্যমে সৃষ্টি হয়। |
গঠনকারী উপাদান | ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড, পান নুড়ি, কাঁকর প্রভৃতিদ্বারা গঠিত হয়। | এটি সূক্ষ্ম বালি পলিকণা প্রভৃতি দ্বারা গঠিত হয়। |
ঢাল | এর ঢাল 1° থেকে 7° পর্যন্ত হয়। | এর ঢাল খুব কম এবং প্লায়ার কাছে ঢাল শূন্যও হতে পারে। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।