পেরিজি ও অ্যাপােজির মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks
উত্তর:-
পেরিজি ও অ্যাপােজির মধ্যে পার্থক্য: পেরিজি ও অ্যাপােজির মধ্যে প্রধান পার্থক্যগুলি হল—
বিষয় | পেরিজি | অ্যাপােজি |
ধারণা | পৃথিবীকে পরিক্রমণকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম হয়, তখন তাকে পেরিজি বা অনুসূর অবস্থান বলে। | পৃথিবীকে পরিক্রমণকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি হয়, তখন তাকে অ্যাপােজি বা অপসূর অবস্থান বলে। |
দূরত্ব | পেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় 3 লক্ষ 56 হাজার কিমি। | অ্যাপােজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 4 লক্ষ 7 হাজার কিমি। |
সৃষ্ট জোয়ার | পেরিজি অবস্থানে সৃষ্ট জোয়ার পেরিজি জোয়ার বা অনুভূ জোয়ার নামে পরিচিত। | অ্যাপােজি অবস্থানে সৃষ্ট জোয়ার অ্যাপােজি জোয়ার বা অপভূ জোয়ার নামে পরিচিত। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।