Class 10 Class 10 Geography পেরিজি ও অ্যাপােজির মধ্যে পার্থক্য লেখাে।

পেরিজি ও অ্যাপােজির মধ্যে পার্থক্য লেখাে।

পেরিজি ও অ্যাপােজির মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

পেরিজি ও অ্যাপােজির মধ্যে পার্থক্য: পেরিজি ও অ্যাপােজির মধ্যে প্রধান পার্থক্যগুলি হল— 

বিষয়পেরিজিঅ্যাপােজি
ধারণাপৃথিবীকে পরিক্রমণকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন কম হয়, তখন তাকে পেরিজি বা অনুসূর অবস্থান বলে।পৃথিবীকে পরিক্রমণকালে পৃথিবী থেকে চাঁদের দূরত্ব যখন বেশি হয়, তখন তাকে অ্যাপােজি বা অপসূর অবস্থান বলে।
দূরত্বপেরিজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর দূরত্ব হয় 3 লক্ষ 56 হাজার কিমি।অ্যাপােজি অবস্থানে চাঁদ ও পৃথিবীর মধ্যে দূরত্ব হয় 4 লক্ষ 7 হাজার কিমি।
সৃষ্ট জোয়ারপেরিজি অবস্থানে সৃষ্ট জোয়ার পেরিজি জোয়ার বা অনুভূ জোয়ার নামে পরিচিত।অ্যাপােজি অবস্থানে সৃষ্ট জোয়ার অ্যাপােজি জোয়ার বা অপভূ জোয়ার নামে পরিচিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment