পেট্রোরসায়ন শিল্প সম্পর্কে যা জান লেখাে।

পেট্রোরসায়ন শিল্প সম্পর্কে যা জান লেখাে।  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

ধারণা: যে শিল্পে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস থেকে প্রাপ্ত বিভিন্ন উপজাত দ্রব্যকে কাঁচামাল হিসেবে ব্যবহার করে বিভিন্ন রাসায়নিক ও যৌগিক (chemical and compounds) পদার্থ উৎপাদন করা হয়, সেই শিল্প পেট্রোরসায়ন শিল্প নামে পরিচিত। 

কাঁচামাল: এই শিল্পের প্রধান কাঁচামালগুলি হল—ন্যাপথা, প্রােপেন, বিউটেন, ইথেন, মিথেন, হেক্সেন, পেনটেন, বেনজল, বিউটাডিন, ইথানল, প্রােপিলিন প্রভৃতি। 

উৎপাদিত দ্রব্য: এই শিল্পের প্রধান উৎপাদিত দ্রব্যগুলি হল—কৃত্রিম তন্তুু (পলিয়েস্টার, নাইলন প্রভৃতি), প্লাস্টিক, রং, কৃত্রিম রবার, কীটনাশক, আঠা, ওষুধ, সুগন্ধি দ্রব্য প্রভৃতি। 

বৈশিষ্ট্য: পেট্রোরসায়ন কারখানায় যে অগণিত সামগ্রী উৎপন্ন হয়, সেইসব সামগ্রীর ওপর ভিত্তি করে বহু অনুসারী শিল্প (Subsidiary Industries বা Downstream Industries) গড়ে ওঠে। এজন্যই বর্তমানে পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment