প্লাবনভূমি কীভাবে সৃষ্টি হয়? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
অবস্থান : নদীর মধ্য ও নিম্ন গতিতে নদীর সঞয়কার্যের ফলে প্লাবনভূমির (flood plain) সৃষ্টি হয়।
সৃষ্টির কারণ : নদীতে হঠাৎ জলপ্রবাহের পরিমাণ বেড়ে গেলে বন্যা বা প্লাবন দেখা দেয়। এ সময় দুই তীর বা কূল ছাপিয়ে সেই জল অনেক দূর পর্যন্ত প্লাবিত করে। নদীর জলের সঙ্গে যেসব পলি, বালি, কাদা থাকে সেগুলিও জলের সঙ্গে বিস্তীর্ণ অঞলে ছড়িয়ে পড়ে। এরপর বন্যা শেষে ওই জল যখন নদীতে ফিরে আসে, তখন নদীর গতিবেগ কম থাকে বলে নদীবাহিত পদার্থের সবটা নদীখাতে ফিরে আসে না, অনেকটাই প্লাবিত অঙুলে সঞ্চিত হয়। এইভাবে বছরের পর বছর নদীর দুই পাশে বা উপত্যকায় পলি, বালি, কাদা সঞ্চিত হতে হতে নতুন যে ভূমিভাগ গঠিত হয়, তাকে বলা হয় প্লাবনভূমি বা প্লাবন সমভূমি।

উদাহরণ : বিহারে গঙ্গা নদীর গতিপথের দুই পাশে এবং অসম উপত্যকায় ব্রম্মপুত্র নদের দুই পাশে এই ধরনের প্লাবনভূমি দেখা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।