পদের ব্যাপ্যতা বলতে কী বােঝায়?

পদের ব্যাপ্যতা বলতে কী বােঝায়? Class 12 | Philosophy (বচন) 8 Marks

উত্তর:-

ব্যাপ্যতার অর্থ 

ব্যাপ্যতা বলতে বােঝায় কোনাে পদের ব্যাপ্যতা। পদ বলতে বােঝায় কোনাে বচনের উদ্দেশ্য অথবা বিধেয়। প্রত্যেকটি নিরপেক্ষ বচনেই উদ্দেশ্য এবং বিধেয় নামক দুটি পদ থাকে। প্রত্যেকটি পদের আবার একটি করে পরিমাণের দিক আছে। এই পরিমাণের দিককেই বলা হয় পদটির ব্যাক্তার্থ (denotation)। কোনাে পদের মাধ্যমে তার পরিপূর্ণ ব্যার্থকে নির্দেশ করা যায়, আবার তার আংশিক পরিমাণকেও নির্দেশ করা যায়। কোনাে পদ যদি তার পরিপূর্ণ ব্যার্থকে (পরিমাণকে) নির্দেশ করতে সমর্থ হয়—তবে বলতে হয় যে পদটি ব্যাপ্য (distributed)। কিন্তু কোনাে পদ যদি তার পরিপূর্ণ ব্যাক্তার্থকে নির্দেশ করতে না পারে এবং তার আংশিক ব্যার্থকে নির্দেশ করে, তবে বলতে হয় যে পদটি অব্যাপ্য (undistributed)।

উদাহরণ: 

সকল মানুষ হয় মরণশীল জীব। → A বচন

এখানে উদ্দেশ্যপদ তথা মানুষ পদটি সামগ্রিকভাবে, সমস্ত মান ক্ষেত্রে প্রযােজ্য বলে, তার পরিপূর্ণ ব্যাক্তার্থটিকে উল্লেখ করতে সেকারণেই দাবি করা যায় যে, A বচনের ক্ষেত্রে উদ্দেশ্য পদটি ব্যাপ্য। কিন্তু বিধেয় পদ তথা মরণশীল জীব পদটি সামগ্রিকত সমস্ত মরণশীল জীবের ক্ষেত্রে প্রযুক্ত নয় বলে (কারণ, মানুষ ছাড়া অন্যান্য জীবকুলও মরণশীল) তা অব্যাপ্যরূপে গণ্য।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment