প্রশ্ন : পােলাে খেলার সূচনা ও বৈশিষ্ট্য লেখাে। 2 Marks
উত্তর : পােলাে খেলার উদ্ভব হয় ইংল্যান্ডে। ঘােড়ার পিঠে চেপে পােলাে স্টিকের সাহায্যে পােলাে বলকে নিয়ন্ত্রণ করে বিপক্ষ দলকে পরাজিত করাই এই খেলার রীতি। ভারতে ইংরেজ শাসক ও সৈন্যদের মাধ্যমেই পােলাে খেলার প্রসার ঘটেছিল।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।