পর্বতারােহীরা অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে যান কেন

পর্বতারােহীরা অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে যান কেন? Class 10 | Physical Science | পরিবেশের জন্য ভাবনা

উত্তর:- ভূপৃষ্ঠ থেকে যতই উপরে ওঠা যায় ততই বায়ুস্তরের ঘনত্ব কমতে থাকে ও অক্সিজেনের পরিমাণও কমতে থাকে। এর ফলে পর্বতারােহীদের শ্বাসকার্যের জন্য প্রয়ােজনীয় অক্সিজেন উচ্চ উষ্ণতায় পাওয়া যায় না। তাই স্বাভাবিক শ্বাসকার্য চালাতেই অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করতে হয়। এই কারণে পর্বতারােহীরা অক্সিজেন সিলিন্ডার সাথে নিয়ে যান।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment