পরিবার কাকে বলে | পরিবারের সাধারণ কার্যাবলি সংক্ষেপে আলােচনা করাে Class 11 | Education (শিক্ষার বিভিন্ন রূপ) 8 Marks
উত্তর:
পরিবার :
পরিবার হল একটি ক্ষুদ্র সামাজিক প্রতিষ্ঠান, যার সদস্যদের মধ্যে রক্তের সম্পর্ক বজায় থাকে। বিভিন্ন সমাজবিজ্ঞানী বিভিন্নভাবে পরিবারের সংজ্ঞা দিয়েছেন। ম্যাকাইভারের মতে, যৌন সম্পর্কের ভিত্তিতে গঠিত যে গােষ্ঠীর মধ্যে শিশু জন্মলাভ করে, প্রতিপালিত হয়, সেই গােষ্ঠীকে পরিবার বলে।
আধুনিক সমাজবিজ্ঞানীদের মতে, পরিবার হল সেই সামাজিক গােষ্ঠী যেখানে শিশুর মৌলিক অনুভূতিমূলক আকাঙ্ক্ষাগুলি প্রথম পরিতৃপ্তি লাভ করে।
পরিবারের সাধারণ কার্যাবলি :
অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যমগুলির মধ্যে সর্বাপেক্ষা প্রাচীন এবং শক্তিশালী সংস্থা হল পরিবার। শিক্ষালয় সৃষ্টি হওয়ার আগে জ্ঞানমূলক, ধর্মীয়, নৈতিক, সামাজিক এবং বৃত্তিমূলক প্রভৃতি সব ধরনের শিক্ষাই শিক্ষার্থী প্রাচীন কালে তার পরিবারের কাছ থেকে লাভ করত। আজও শিশুর প্রাথমিক অভ্যাসগুলি পরিবারের মধ্যেই গড়ে ওঠে। শিশুর সার্বিক বিকাশে সহায়ক পরিবারের সাধারণ কার্যাবলি নীচে সংক্ষেপে আলােচনা করা হল :
[1] নিরাপত্তাদান : পরিবারের অন্যতম একটি কাজ হল তার সদস্যদের দৈহিক নিরাপত্তা প্রদান করা। ভূমিষ্ঠ হওয়ার পর শিশু পরিবারে আশ্রয় লাভ করে। কেননা পরিবার হল শিশুর অস্তিত্ব রক্ষার সর্বাপেক্ষা নিরাপদ আশ্রয়। পরিবার শিশুকে দৈহিক নিরাপত্তার পাশাপাশি মানসিক নিরাপত্তাও দান করে থাকে।
[2] জৈবিক চাহিদা পরিতৃপ্তিতে সহায়তা : পরিবারের গুরুত্বপূর্ণ অন্য একটি কাজ হল তার সদস্যদের বিভিন্ন জৈবিক চাহিদা পূরণ করা। খাদ্য, বিশ্রাম ও সক্রিয়তার চাহিদার পাশাপাশি যুবক-যুবতিদের বৈবাহিক সম্পর্ক স্থাপনের ক্ষেত্রেও পরিবার বিশেষ ভূমিকা পালন করে।
[3] শিশুর সামাজিকীকরণে সহায়তা : শিশুর সামাজিকীকরণের কাজ পরিবেশেই শুরু হয়। মায়ের কোলে বসেই শিশু বুঝতে পারে পরিবারের অন্যান্য সদস্য-সদস্যারা তার নিজের লােক। প্রথমে পরিবারের বিভিন্ন সদস্য-সদস্যাদের সাথে মিথস্ক্রিয়া করতে করতে সে সমাজের বিভিন্ন রীতিনীতি, আচার-অনুষ্ঠানের সঙ্গে পরিচিত হয়। এই ভাবেই তার সামাজিকীকরণের কাজটি পরিবারে ঘটে থাকে।
[4] উৎপাদনশীল কাজে সহায়তা : সমাজে টিকে থাকতে গেলে পরিবারের প্রতিটি সদস্যের বিভিন্ন ধরনের ভােগ্য সামগ্রীর দরকার হয়। ওই সামগ্রীগুলি পরিবারের কোনাে-না-কোনাে সদস্য হয় উৎপাদন করে নতুবা বাইরে থেকে সংগ্রহ করে। ওই সামগ্রীর অভাব ঘটলে পরিবারে অসন্তোষ দেখা দেয়। সদস্যদের মধ্যে শান্তি বজায় রাখার জন্য উৎপাদনশীল কাজে সহায়তা করা, পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ।
[5] আন্তরিক সম্পর্ক বজায় রাখা : পরিবারের সকল সদস্যের মধ্যে যাতে সুসম্পর্ক বজায় থাকে, সে-বিষয়টির প্রতি সজাগ দৃষ্টি রাখা পরিবারের একটি গুরুত্বপূর্ণ কাজ। পরিবারের সদস্যদের মধ্যে আন্তরিক সম্পর্কের অবনতি ঘটলে, পরিবারের শান্তি বিঘ্নিত হয়।
[6] সম্পত্তি রক্ষণাবেক্ষণ : প্রত্যেক পরিবারের নিজস্ব কিছু সম্পদ থাকে। ওই সম্পত্তির সঠিক সংরক্ষণ এবং প্রয়ােজনমতাে পরিবারের সদস্য ও সদস্যাদের মধ্যে সেগুলির যথােপযুক্ত বণ্টনও পরিবারের উল্লেখযােগ্য কাজ। [7] সার্বিক বিকাশে সহায়তা : শিশুর সার্বিক বিকাশ বলতে তার দৈহিক, মানসিক, সামাজিক, ক্ষোভিক, নৈতিক, বৌদ্ধিক বিভিন্ন ধরনের বিকাশকে বােঝায়। এই জাতীয় বিকাশের জন্য নানান ধরনের উপাদানের প্রয়ােজন হয়। পরিবারের পক্ষ থেকেই শিশুকে ওই উপাদানগুলি সরবরাহ করা হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
Op