পরিবেশ শিক্ষা সম্পর্কে UNESCO-এর ভূমিকা আলোচনা করাে।

পরিবেশ শিক্ষা সম্পর্কে UNESCO-এর ভূমিকা আলোচনা করাে।   Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

পরিবেশ শিক্ষা সম্পর্কে ইউনেস্কোর ভূমিকা : বর্তমানে অধিকাংশ বিদ্যালয়ের পাঠক্রমে ‘পরিবেশ শিক্ষা অপরিহার্য অংশ হিসেবে বিবেচিত হয়েছে। 1976 সালে UNESCO কর্তৃক আয়ােজিত বেলগ্রেড সম্মেলনে ‘পরিবেশ কর্মসুচি এবং 1977 সালে 14-26 অক্টোবরে USSR-এ Tbilsi ঘােষণার ফলেই পরিবেশ শিক্ষা বিশেষ গুরুত্ব পায়। নীচে Tbilsi ঘােষণায় পরিবেশ শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে যেসব কথা ব্যক্ত হয়েছে, তা নীচে উল্লেখ করা হল— 

[1] সচেতনতা : পরিবেশ সম্পর্কে সচেতনতা ও অনুভূতি- শীলতা গড়ে তুলতে এবং সেই সম্পর্কে সমস্যাগুলিকে তুলে ধরতে সামাজিক গােষ্ঠী এবং ব্যক্তিদের সাহায্য করা। 

[2] জ্ঞান: পরিবেশের বৈচিত্র্য সম্পর্কে অভিজ্ঞতা এবং এর সম্পর্কযুক্ত সমস্যাগুলিকে সামাজিক গােষ্ঠী ও ব্যক্তি সকলকে বুঝতে সাহায্য করা। 

[3] দৃষ্টিভঙ্গি : নির্দিষ্ট মূল্যবােধ, পরিবেশের প্রতি অনুভূতি, পরিবেশের উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের প্রতি আগ্রহ সহকারে অংশগ্রহণ করতে ব্যক্তিসকল এবং সামাজিক দলকে সাহায্য করা। 

[4] দক্ষতা: ব্যক্তিসকল এবং সামাজিক দলগুলিকে পরিবেশ সংক্রান্ত সমস্যা নির্ধারণ ও সমাধানে দক্ষতা অর্জনে সাহায্য করা। 

[5] অংশগ্রহণ : প্রতিটি স্তরে পরিবেশ সংক্রান্ত সমস্যাসমাধানে, সিদ্ধান্ত গ্রহণে যেসব আলােচনা হয় সেখানে ব্যক্তিসকল ও সামাজিক দলগুলির সক্রিয় অংশগ্রহণের সুযােগ সৃষ্টি করা।

প্রসঙ্গত উল্লেখ্য, Stapp & Cox (1974) পরিবেশ শিক্ষায় পাঁচটি ধারণার কথা উল্লেখ করেন। এই পাঁচটি ধারণা হল—বাস্তুতন্ত্র, জনসংখ্যা, অর্থনীতি ও প্রযুক্তি, পরিবেশ সংক্রান্ত সিদ্ধান্তসমূহ এবং পরিবেশগত নৈতিকতা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment