পরিবেশের তরল বর্জ্যের উৎসের ধারণা দাও।
উত্তর:-
পরিবেশের তরল বর্জ্যের উৎসের ধারণা: দৈনন্দিন কাজকর্মের ফলে উৎপন্ন আপাতভাবে অপ্রয়ােজনীয় ও ব্যবহারের অযােগ্য তরল পদার্থসমূহকে বলা হয় তরল বর্জ্য।
তরল বর্জ্যের উৎস: তরল বর্জ্যের উৎস বিভিন্ন প্রকার হতে পারে, যেমন—
1) গৃহস্থালির তরল বর্জ্য: রান্নাঘরে থালাবাসন ধােয়া জল, ঘর মােছার পর নােংরা জল, শৌচাগারের জল, স্নানে ব্যবহার করা জল এবং জামাকাপড় কাচার পর অবশিষ্ট জল তরল বর্জ্য হিসেবে পরিগণিত হয়।
2) কারখানার তরল বর্জ্য: কারখানা থেকে বেরিয়ে আসা গরম জল, বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ মিশ্রিত জল, তৈলাক্ত জল ইত্যাদি হল কারখানার তরল বর্জ্যের উদাহরণ।
3) কৃষিক্ষেত্রের তরল বর্জ্য: কৃষিতে ব্যবহৃত সার, কীটনাশক বৃষ্টির জলের সাথে ধুয়ে এসে নদীতে পড়ে। এগুলি হল কৃষিক্ষেত্রের তরল বর্জ্য।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।