পর্যায়নের মাধ্যমে কীভাবে ভূমিভাগের সমতলীকরণ ঘটে ? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
পর্যায়ন : দুটি বিজ্ঞানী চেম্বারলিন ও স্যালিসবেরি প্রথম ‘পর্যায়ন’ বা ‘gradation’ শব্দটি ব্যবহার করেন। ক্ষয়, পরিবহণ ও সয় কাজের মাধ্যমে অসমতল এবং বন্ধুর ভূপ্রকৃতি সমতলভাগে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পর্যায়ন বলে। এককথায় বলা যায়, অবরােহণ এবং আরােহণের সম্মিলিত ফল হল পর্যায়ন। একে ক্রমায়নও বলা হয়।
প্রক্রিয়া : পর্যায়ন দুটি প্রক্রিয়ার মাধ্যমে কার্যকরী হয়; একটি অবরােহণ এবং অন্য টি আরোহণ । ভূমিভাগের উঁচু অংশগুলি নদী, হিমবাহ, সমুদ্রতরঙ্গ, বায়ু প্রভৃতি প্রাকৃতিক শক্তির ক্ষয়কাজের মাধ্যমে যেমন ধীরে ধীরে নীচু হয়, তেমন পরিবহণ ও সঞ্চয়কার্যের মাধ্যমে ক্ষয়ীভূত পদার্থগুলি ভূপৃষ্ঠের নীচু অংশে জমা হয়ে আরােহণ প্রক্রিয়ায় উঁচু হয়ে ওঠে। যতক্ষণ না সমগ্র ভূমিভাগ এইভাবে একই সমতলে আসে, ততক্ষণ এই প্রক্রিয়া চলতে থাকে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।