প্রশ্ন : পােশাক-পরিচ্ছদের ইতিহাস কী ? 2 Marks
উত্তর : পােশাক-পরিচ্ছদের উদ্ভব ও তার বিবর্তনকে চিহ্নিত করা এবং পােশাক কীভাবে কর্তৃত্ব ও আভিজাত্যের মাপকাঠি হয়ে উঠেছিল তা ব্যাখ্যা করাই হল পােশাক-পরিচ্ছদের ইতিহাস। এই ইতিহাসের দিকগুলি হল —
প্রথমত, ভৌগােলিক অবস্থান, সাংস্কৃতিক অভিরুচি, সামাজিক রীতি কীভাবে সময়ের সঙ্গে সঙ্গে মানুষের পােশাক-পরিচ্ছদের ক্ষেত্রকে প্রভাবিত তা চিহ্নিত করা এই ইতিহাসের বৈশিষ্ট্য।
দ্বিতীয়ত, এই ইতিহাসচর্চার সঙ্গে যুক্ত গবেষকরা হলেন— ম্যাথেউস সােয়ার্জ, কাল কোহলার, এম্মা টারলাে, এল টেলর, পিটার ম্যাকনিল, রবার্ট রস, মলয় রায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।