দশম শ্রেনী (মাধ্যমিক) পােশাক-পরিচ্ছদের সঙ্গে স্বাস্থ্যবিধির ধারণাটি কী ?

পােশাক-পরিচ্ছদের সঙ্গে স্বাস্থ্যবিধির ধারণাটি  কী ? 

প্রশ্ন : পােশাক-পরিচ্ছদের সঙ্গে স্বাস্থ্যবিধির ধারণাটি  কী ?  2 Marks

উত্তর : আঠারাে ও উনিশ শতকে ইউরােপের কয়েকটি দেশে প্রচুর কাপড় দিয়ে মেয়েদের পােশাক তৈরি হলেও অত্যন্ত আঁটোসাঁটো সেই পােশাক স্বাচ্ছন্দ্যের বদলে অস্বস্তিই তৈরি করত। এইসব পােশাক মেয়েদের অসুস্থতার অন্যতম কারণ হয়ে দাঁড়ায়। তাই শরীরের পক্ষে আরামদায়ক এবং হাঁটাচলার সুবিধার্থে পােশাক-পরিচ্ছদ রীতিতেও পরিবর্তন আসে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!