পশ্চিমবঙ্গে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি কেন

পশ্চিমবঙ্গে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি কেন Class 10 | Geography (ভারতের অর্থনৈতিক পরিবেশ) | 5 Marks

উত্তর:-

পশ্চিমবঙ্গে জনবসতির ঘনত্ব অত্যন্ত বেশি হওয়ার কারণ

পশ্চিমবঙ্গ ভারতের দ্বিতীয় সর্বাধিক ঘনবসতিপূর্ণ রাজ্য। 2011 সালের আদমশুমারি অনুযায়ী এই রাজ্যে প্রতি বর্গকিলােমিটারে 1029 জন লােক বসবাস করে, এর কারণগুলি হল— 

1. সমতল ভূপ্রকৃতি: পশ্চিমবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল নিম্ন গঙ্গা সমভূমির অন্তর্গত বলে কৃষিকাজ, পরিবহণ ব্যবস্থা এবং শিল্পে যথেষ্ট উন্নত। 

2. অনুকূল জলবায়ু: রাজ্যটি ক্রান্তীয় মৌসুমি জলবায়ু দ্বারা প্রভাবিত বলে উষ্ণতা ও বৃষ্টিপাত উভয়ই মধ্যম প্রকৃতির। এইরূপ জলবায়ু কৃষিকাজ ও অধিবাসীদের জীবনধারণের পক্ষে অনুকূল। 

3. উর্বর মৃত্তিকা: পশ্চিমবঙ্গের অধিকাংশ এলাকা গঙ্গা নদীর পলি দ্বারা গঠিত বলে এখানকার মৃত্তিকা খুব উর্বর প্রকৃতির। এই মৃত্তিকায় কৃষিকাজ খুব ভালাে হয়। 

4. উন্নত পরিবহণ ব্যবস্থা: এই রাজ্যের অধিকাংশ এলাকার ভূমি সমতল বলে এখানে সড়কপথ ও রেলপথে পরিবহণ ব্যবস্থার প্রভূত উন্নতি ঘটেছে।

5. বন্দরের অবস্থান: কলকাতা ও হলদিয়া বন্দরের কল্যাণে বাণিজ্যিক তথা অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি ঘটেছে। 

6. খনিজ সম্পদে সমৃদ্ধ: পশ্চিমবঙ্গ খনিজ সম্পদে (রানিগঞ্জের কয়লা, বাঁকুড়ার চিনামাটি, ঝালদার চুনাপাথর, তামা, সিসা, ম্যাঙ্গানিজ প্রভৃতি) মােটামুটিভাবে একটি সমৃদ্ধ রাজ্য। 

7. শক্তিসম্পদের প্রাচুর্য: পশ্চিমবঙ্গ শক্তিসম্পদে বেশ সমৃদ্ধ এখানে বেশ কয়েকটি তাপবিদ্যুৎ কেন্দ্র (দুর্গাপুর, ব্যান্ডেল, কোলাঘাট প্রভৃতি) এবং জলবিদ্যুৎ কেন্দ্র (জলঢাকা, অযােধ্যা পাহাড় প্রভৃতি) আছে। বর্তমানে সুন্দরবনে সৌরশক্তির মাধ্যমে স্বল্প পরিমাণে বিদ্যুৎ উৎপাদন করা হয়। 

8. শিল্পস্থাপনের সুবিধা: সমতল ভূপ্রকৃতি, উন্নত পরিবহণ ব্যবস্থা, খনিজ ও শক্তি সম্পদের প্রাচুর্য এখানে শিল্প স্থাপনে বিশেষ সুবিধা প্রদান করেছে। 

9. নিয়মিত অনুপ্রবেশ: পশ্চিমবঙ্গের জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি ছাড়াও বিগত কয়েক দশকে প্রতিবেশী রাজ্য ও দেশগুলি থেকে বিপুল সংখ্যক মানুষ এই রাজ্যে স্থায়ীভাবে চলে আসায় এখানকার জনবসতির ঘনত্ব খুব বৃদ্ধি পেয়েছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment