Class 10 Class 10 Bengali পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ | Pother Dabi MCQ Question Answer | Class 10 | Wbbse

পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ | Pother Dabi MCQ Question Answer | Class 10 | Wbbse

প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ গুলো নিয়ে এসেছি। গল্প থেকে গুরুত্বপূর্ণ 50 টি MCQ প্রশ্ন উত্তর এখানে তুলে ধরা হল। আশা করি এগুলি ভালো ভাবে পড়লে তোমাদের পরীক্ষায় অনেক সুবিধা হবে।

পথের দাবী

শরৎ চন্দ্র চট্টোপাধ্যায়


পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ

1. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? (MP-2017)
উত্তর : রেলস্টেশনে।

2. গিরীশ মহাপাত্র কোন দিকের রাস্তা ধরে প্রস্থান করল ?
উত্তর : উত্তর দিকের।

3. “আমি তাকে কাকা বলি”—উক্তিটিতে কাকা হলেন—
উত্তর : নিমাইবাবু।

4. অপূর্বর বড়োবাবুর হাতে ছিল—
উত্তর : টেলিগ্রাম।

5. “কিন্তু বুনোহাঁস ধরাই যে এদের কাজ;” বক্তা হলেন—
উত্তর : রামদাস।

6. রামদাসের স্ত্রীর সঙ্গে অপূর্বর সম্পর্ক ছিল—
উত্তর : ভাই-বোনের।

7. “তুমি তো ইউরোপিয়ান নও।” অপূর্বকে কথাটি বলেছিলেন—
উত্তর : বর্মার সাব-ইন্সপেক্টর।

8. পলিটিকাল সাসপেক্টের নাম ছিল—
উত্তর : সব্যসাচী মল্লিক।

9. ভামো নগরের উদ্দেশ্যে যাত্রা করার সময়, অপূর্ব কাকে দেখল?
উত্তর : গিরীশ মহাপাত্রকে।

10. ‘কেবল আশ্চর্য’-আশ্চর্যের বিষয়টি ছিল—
উত্তর : দুটি চোখের দৃষ্টি।

11. গিরীশ মহাপাত্রের পায়ে যে ফুল মোজা ছিল, তার রং—
উত্তর : সবুজ।

12. তেলের খনির কারখানার মিস্ত্রিরা চাকরির উদ্দেশ্যে গিয়েছিল—
উত্তর : রেঙ্গুন।

13. “আপনাকেই হয়ত আর একদিন তার প্রায়শ্চিত্ত করতে হবে।”—
উত্তর : অপূর্বকে।

14. “যদি কারও কাজে লাগে তাই তুলে রেখেচি।”–বক্তা তুলে রেখেছিল—
উত্তর : গাঁজার কলকে।

15. গিরীশ মহাপাত্রের বুকপকেটের রুমালে কোন্ প্রাণীর অবয়ব ছিল?
উত্তর : বাঘ।

16. “তুমি এখন যেতে পারো মহাপাত্র।” – কথাটি বলেছেন—
উত্তর : নিমাইবাবু।

17.“বুড়ো মানুষের কথাটা শুনো” – বুড়ো মানুষটি হলেন—
উত্তর : নিমাইবাবু।

18. ট্রেনে অপূর্বর শয্যা প্রস্তুত করে দিয়েছিল—
উত্তর : ব্রাহ্মণ আরদালি।

19. “আমি বাবু ধর্মভীরু মানুষ।” – ধর্মভীরু মানুষটি হলেন—
উত্তর : গিরীশ মহাপাত্র।

20. গাড়ি ছাড়তে বিলম্ব ছিল—
উত্তর : মিনিট পাঁচেক।

21. অপূর্বকে ট্রেনের কামরায় পুলিশের লোক ঘুম ভাঙিয়েছিল—
উত্তর : তিনবার।

22. “বাবুটির স্বাস্থ্য গেছে, কিন্তু শখ ষোলো আনাই বজায় আছে তা স্বীকার করতে হবে।” কথাটি বলেছেন—
উত্তর : নিমাইবাবু।

23. “টিফিনের সময় উভয়ে একত্র বসিয়া জলযোগ করিত।” উভয়ে বলতে বোঝানো হয়েছে—
উত্তর : অপূর্ব ও রামদাসকে।

24. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন—
উত্তর : ডাক্তার।

25. “একবার সে বিরক্ত হইয়া প্রতিবাদ করায়”-বিরক্তির কারণ—
উত্তর : রাতে ঘুম ভাঙিয়ে দেওয়া।

26. গিরীশ মহাপাত্রের চোখ দু’টি ছিল—
উত্তর : গভীর জলাশয়ের মতো।

27.‘সে যে বর্মা এসেছে এ খবর সত্য।’- কথাটি বলেছে—
উত্তর : নিমাইবাবু।

28. গিরিশ মহাপাত্রের ট্যাক থেকে গন্ডাছয়েক পয়সার সঙ্গে বেরোল—
উত্তর : একটি টাকা।

29. গিরিশ মহাপাত্রের সিল্কের পাঞ্জাবিটি ছিল—
উত্তর : জাপানি।

30. সব্যসাচী মল্লিক পেশায় ছিলেন—
উত্তর : ডাক্তার।

31. “বাবাই একদিন এঁর চাকরি করে দিয়েছিলেন।” – কার চাকরির কথা বলা হয়েছে?
উত্তর : নিমাইবাবুর।

32. ‘তোমার মত সাহস আমার নেই, আমি ভীরু।” — উক্তিটির বক্তা—
উত্তর : অপূর্ব।

33. “কিন্তু এই জানোয়াটিকে ওয়াচ করবার দরকার নেই বড়োবাবু।”— এ কথা বলেছেন
উত্তর : জগদীশবাবু।

34. যার গন্ধ থানাসুদ্ধ লোকের মাথা ধরে গেল—
উত্তর : লেবুর তেলের গন্ধে।

35. “আমার অবর্তমানে সমস্ত ভারই তো তোমার।—বক্তা হলেন—
উত্তর : অপূর্বর অফিসের বড়োবাবু।

36. “বুনো হাঁস ধরাই এদের কাজ।”—বুনোহাঁস বলা হয়েছে—
উত্তর : ভারতের স্বাধীনতা সংগ্রামীদের।

37. “লল্লাটের লেখা তো খণ্ডাবে না।” বক্তা কে? (MP-2024 )
উত্তর : গিরীশ মহাপাত্র।

38. অপূর্বর মন টিকছিল না—
উত্তর : রেঙ্গুনে।

39. “লোকটি কাশিতে কাশিতে আসিল”- লোকটির বয়স কত?
উত্তর : ত্রিশ-বত্রিশ।

40. গিরীশ মহাপাত্রের বয়স— (MP-2022 )
উত্তর : ত্রিশ-বত্রিশের অধিক নয়।

41.“দয়ার সাগর! পরকে সেজে দি, নিজে খাইনে”-বক্তা হলেন— (MP-2018)
উত্তর : জগদীশবাবু।

42. অপূর্বর পিতার বন্ধু হলেন— (MP-2019)
উত্তর : নিমাইবাবু।

43. গিরীশ মহাপাত্রের সাথে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? (MP-2017)
উত্তর : জাহাজঘাটায়।

44. গিরীশ মহাপাত্রের জামার রং ছিল— (MP-2024)
উত্তর : রামধনু।

45.পুলিশ স্টেশনে বসে থাকা বাঙালিরা কোথায় কাজ করত ? (MP-2023)
উত্তর : বর্মা অয়েল কোম্পানিতে।

46. গিরীশ মহাপাত্রের মতে যা খণ্ডানো যায় না—
উত্তর : লল্লাটের লিখন।

আরো পড়ুন

বহুরূপী গল্পের MCQ প্রশ্ন উত্তর | Bohurupi MCQ Question Answer

জ্ঞানচক্ষু গল্পের প্রশ্ন উত্তর MCQ | Gyanchakshu Golpo MCQ Question Answer

পথের দাবী গল্পের প্রশ্ন উত্তর MCQ | Pother Dabi MCQ Question Answer

অদল বদল গল্পের প্রশ্ন উত্তর MCQ | Adol Bodol MCQ Question Answer

মাধ্যমিক বাংলা MCQ সাজেশন ২০২৬ | Madhyamik Bengali MCQ Suggestion 2026 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment