পৌরসভার বর্জ্য সম্পর্কে ধারণা দাও। Class 10 | Geography (বর্জ্য ব্যাবস্থাপনা) | 3 Marks
উত্তর:-
পৌরসভার বর্জ্য সম্পর্কে ধারণা: পৃথিবীর প্রতিটি শহরেই বর্জ্য উৎপাদিত হয়। ছােটো ছােটো শহরগুলির তুলনায় বড়াে বড়াে শহরগুলি বিপুল পরিমাণ বর্জ্য পরিবেশে নির্গমন করে।
পরিমাণ: এর মধ্যে কলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই প্রভৃতি ভারতের বড়ো শহরগুলি দৈনিক প্রায় 3000-5000 মেট্রিক টন বর্জ্য উৎপাদন করে।
উদাহরণ: এই সকল বর্জ্যের মধ্যে গাছের পাতা, খড়, শাকসবজির অবশিষ্টাংশ, আধপােড়া কয়লা, ভাঙা মাটির ও কাচের পাত্র, ছেড়া কাগজ, ডাবের খােলা, পাথর, চামড়া, ধাতু, প্লাস্টিকের বিভিন্ন জিনিসপত্র, হাড়-জাতীয় পদার্থ, ছাই, থার্মোকলের দ্রব্য, বালব, নানা রকমের ইলেকট্রনিক দ্রব্য প্রভৃতি বর্জ্য হিসেবে জমা হয়। এ ছাড়া গৃহস্থালির তরল বর্জ্য, নর্দমার স্লাজ ইত্যাদিও পৌর বর্জ্যের অন্তর্গত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।