পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞয় হিসেবে হিমবাহের গুরুত্ব কতখানি? Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
পৃথিবীর বৃহত্তম সুপেয় জলের সঞ্চয় হিসেবে হিমবাহের গুরুত্ব : হিমবাহ কেবল একটি বরফের নদী নয়, সে যেমন ভূমিরূপের পরিবর্তন করে, তেমনই জলবায়ুর পরিবর্তনও করে। এসব বাদ দিয়েও বলা যায় হিমবাহ হল সুপেয় জলের জমাটবদ্ধ রূপ। পৃথিবীর মােট জলের (1) 97.20 শতাংশ লবণাক্ত সমুদ্রজল। এই জল পানের অযােগ্য। (2) বাকি 2.80 শতাংশ জল পানযােগ্য বা সুপেয়। এই জলের মাত্র 0.0001 ভাগ নদনদীতে, 0.9999 ভাগ ভৌমজল হিসেবে এবং বাকি 2.15 শতাংশ হিমবাহের মধ্যে বরফ হিসেবে জমে রয়েছে। অন্যভাবে বলা যায়, পৃথিবীতে যত পানীয় জলের সঞ্চয় রয়েছে তার 77 ভাগই হিমবাহ হিসেবে জমাট বেঁধে রয়েছে। আর এই বরফের 90 শতাংশ রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশে। প্রসঙ্গত উল্লেখ্য, আমাদের গঙ্গা, ব্ৰত্মপুত্র, সিন্ধু প্রভৃতি সব গুরুত্বপূর্ণ নদীই হিমবাহ থেকেই সৃষ্ট। সুতরাং পানীয় জলের সংরক্ষণ করতে হলে অবশ্যই হিমবাহ সংরক্ষণে বেশি গুরুত্ব দিতে হবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।