পৃথিবীর কোথায় কোথায় মরুভূমি দেখা যায়? 

পৃথিবীর কোথায় কোথায় মরুভূমি দেখা যায়?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

পৃথিবীতে মরুভূমির অবস্থান: পৃথিবীর মােট স্থলভাগের প্রায় 1/3 ভাগ বা 30 ভাগ মরুভূমির অন্তর্গত। এগুলি রয়েছে নিম্ন অক্ষাংশে বা ক্রান্তীয় ও উপক্রান্তীয় অঞলে এবং মধ্য অক্ষাংশে বা নাতিশীতােষ্ণ অঞ্চলে। 

1. নিম্ন অক্ষাংশের মরুভূমি : পৃথিবীর উভয় গােলার্ধে প্রধানত 20-30 অক্ষাংশের মধ্যে মহাদেশের পশ্চিমদিকে সবচেয়ে বেশি মরভূমি গড়ে উঠেছে। এর মধ্যে — [i] আফ্রিকার সাহারা ও কালাহারি, [ii] এশিয়ার আরব মরুভূমি ও ভারত-পাকিস্তানের থর মরুভূমি; [iii] উত্তর আমেরিকার সােনেরান; [iv] দক্ষিণ আমেরিকার আটাকামা; [v] অস্ট্রেলিয়ার পশ্চিম অস্ট্রেলীয় মরুভূমি উল্লেখযােগ্য। 

2. মধ্য অক্ষাংশের মরুভূমি : [i] এশিয়ার গােবি, তাকলামাকান ও তুর্কিস্তানের মরুভূমি; [ii] উত্তর আমেরিকার মােহাভি ও কলােরাডাে মরুভূমি এবং [iii] দক্ষিণ আমেরিকার প্যাটাগােনিয়া মরুভূমি প্রভৃতি মধ্য অক্ষাংশের উল্লেখযােগ্য মরুভূমি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment