পৃথিবীর কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু বিরাজ করে? এই জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে

পৃথিবীর কোথায় কোথায় তুন্দ্রা জলবায়ু বিরাজ করে? এই জলবায়ুর বৈশিষ্ট্য লেখাে Class 10 | Geography | 3 Marks

উত্তর:

তুন্দ্রা জলবায়ু অঞ্চলের অবস্থান : উত্তর গােলার্ধে 65°-80° এবং দক্ষিণ গােলার্ধে 60°-75° অক্ষাংশের মধ্যে তুন্দ্রা জলবায়ু বিরাজ করে। উত্তর গােলার্ধে উত্তর আমেরিকায় গ্রিনল্যান্ডের পূর্ব ও পশ্চিম উপকূল, কানাডার উত্তরাংশ, আলাস্কা প্রদেশ, ইউরেশিয়ার নরওয়ে, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশের উত্তরাংশ, আইসল্যান্ড, রাশিয়ার উত্তরাংশ এবং দক্ষিণ গােলার্ধে দক্ষিণ আমেরিকার দক্ষিণ প্রান্ত ও অ্যান্টার্কটিকার উপকূল অঞ্চলে তুন্দ্রা জলবায়ু পরিলক্ষিত হয়। 

তুন্দ্রা জলবায়ুর বৈশিষ্ট্য : 

১) স্বল্পস্থায়ী গ্রীষ্মকাল ও দীর্ঘস্থায়ী শীতকাল: স্বল্পস্থায়ী শীতল গ্রীষ্মকাল এবং দীর্ঘস্থায়ী ও তুষারপাত অধ্যুষিত অতিশীতল শীতকাল এই জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য। 

২) দীর্ঘকালীন রাত্রি: শীতকালে একটানা বেশ কয়েকমাস সূর্যোদয়। হয় না অর্থাৎ তখন একটানা রাত চলে। 

৩) গ্রীষ্মকালীন তাপমাত্রা: গ্রীষ্মকালের স্থায়িত্ব 2-4 মাস হলেও তখন সূর্যরশ্মি অত্যন্ত তির্যকভাবে পড়ে বলে তাপমাত্রা খুব বেশি বাড়ে না। সর্বোচ্চ তাপমাত্রা 10° সেলসিয়াস পর্যন্ত হয়। 

৪) শীতকালীন তাপমাত্রা: সুদীর্ঘ শীতকালে কোনাে কোনাে স্থানে তাপমাত্রা হিমাঙ্কের নীচে 40–45° সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। 

৫) বৃষ্টিপাত: স্বল্পস্থায়ী গ্রীষ্মকালে নাতিশীতােয় ঘূর্ণবাতের মাধ্যমে অল্প (25-30 সেমি) বৃষ্টিপাত হয়। তবে সুদীর্ঘ শীতকালে ব্যাপক তুষারপাত হয়। 

৬) মেরুজ্যোতি: একটানা রাত চলাকালীন সময়ে আকাশে রংবেরঙের মেরুজ্যোতি লক্ষ করা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment