পৃথিবীর কোথায় কোথায় উষ্ণ মরু জলবায়ু পরিলক্ষিত হয় ?

পৃথিবীর কোথায় কোথায় উষ্ণ মরু জলবায়ু পরিলক্ষিত হয় ? Class 10 | Geography | 3 Marks

উত্তর:

উষ্ণ মরু জলবায়ু অঞ্চলের অবস্থান : অক্ষাংশগত অবস্থান: উত্তর ও দক্ষিণ গােলার্ধের 15-35° অক্ষাংশের মধ্যে অবস্থিত। মহাদেশসমূহের পশ্চিমভাগে উষ্ণ মরু জলবায়ু পরিলক্ষিত হয়। মহাদেশগত অবস্থান : এই জলবায়ু পৃথিবীর যেসব অঞ্চলে বিরাজ করে, সেগুলি হল—[i] আফ্রিকা: সাহারা, কালাহারি ও নামিব মরুভূমি। [ii] এশিয়া : সৌদি আরব, ইরান, ইরাক প্রভৃতি দেশজুড়ে অবস্থিত আরবের মরুভূমি এবং ভারত ও পাকিস্তানের থর মরুভূমি। [iii] ওশিয়ানিয়া: পশ্চিম অস্ট্রেলিয়ার মরুভূমি। [iv] উত্তর আমেরিকা: অ্যারিজোনা মরুভূমি। [v] দক্ষিণ আমেরিকা: আটাকামা মরুভূমি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment