Class 10 Class 10 Geography পৃথিবীতে তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে কী জান?

পৃথিবীতে তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে কী জান?

পৃথিবীতে তাপের অনুভূমিক বণ্টন সম্পর্কে কী জান? Class 10 | Geography | 3 Marks

উত্তর: পৃথিবীতে তাপের অনুভূমিক বণ্টন : বছরের বিভিন্ন সময়ে ভূপৃষ্ঠের বিভিন্ন অংশে সূর্যের পতনকোণের পার্থক্য, অক্ষাংশের তারতম্য ইত্যাদি

কারণের ওপর পৃথিবীর তাপের অনুভূমিক বণ্টন নির্ভর করে। জানুয়ারি এবং জুলাই মাসে উয়তার চরমভাব লক্ষ করা যায়। সে কারণে পৃথিবীর নানা জায়গায় এই দুটি মাসের সমােয়রেখা বিশ্লেষণ করে উয়তার অনুভূমিক বণ্টন সম্পর্কে জানতে পারা যায়। যেমন— ১। নিম্ন অক্ষাংশে গড় বার্ষিক উয়তা সবচেয়ে বেশি এবং মেরুর দিকে সবচেয়ে কম হয়।। ২। উত্তর গােলার্ধে জানুয়ারি মাসে তাপমাত্রা সবচেয়ে কম থাকে। দক্ষিণ গােলার্ধে একই সময় তাপমাত্রা বেশি থাকে। ৩। দক্ষিণ গােলার্ধে সবচেয়ে কম তাপমাত্রা পরিলক্ষিত হয় জুলাই মাসে কুমেরু মহাদেশে। এই সময় উত্তর গােলার্ধে গ্রীয়কাল বিরাজ করে। ৪। উত্তর গােলার্ধে জুলাই মাসে সর্বাধিক তাপমাত্রা হয় উত্তর আফ্রিকা, দক্ষিণ-পশ্চিম এশিয়া এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিম অংশে। ৫। উত্তর গােলার্ধে জানুয়ারি মাসে সর্বনিম্ন উয়তা পরিলক্ষিত হয় উত্তর আমেরিকার উত্তরাংশে, গ্রিনল্যান্ডে এবং রাশিয়ার পূর্বভাগে সাইবেরিয়ায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment