পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করাে।

পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করাে। অথবা, পৃথিবীর বিভিন্ন নিয়ত বায়ুপ্রবাহ চাপ বলয়ের সাথে সম্পর্কিত কেন? অথবা, চাপবলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক আলােচনা করাে। Class 10 | Geography | 5 Marks

উত্তর: পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক ও তার কারণ

বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক খুবই ঘনিষ্ট। কারণ। বায়ুচাপ বলয়গুলি আছে বলেই নিয়ত বায়ুপ্রবাহের উৎপত্তি ঘটেছে।

1. বায়ুচাপ বলয়সমূহ: উত্তর ও দক্ষিণ গােলার্ধ মিলে ভূপৃষ্ঠে মােট 7টি বায়ুচাপ বলয় আছে। এগুলি হল— ১) নিরক্ষীয় নিম্নচাপ বলয়, ২) কর্কটীয় উচ্চচাপ বলয়, ৩) মকরীয় উচ্চচাপ বলয়, ৪) সুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, 5) কুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়, ৬) সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় এবং ৭) কুমেরু দেশীয় উচ্চচাপ বলয়।

2. নিয়ত বায়ুপ্রবাহ: ভূপৃষ্ঠের চারটি স্থায়ী উচ্চচাপ বলয় থেকে 3টি স্থায়ী নিম্নচাপ বলয়ের দিকে সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট গতিতে যে বায়ু প্রবাহিত হয়, তাকে নিয়ত বায়ু বলে। নিয়ত বায়ু প্রধানত তিনপ্রকার, এগুলি হল— ১) আয়ন বায়ু,২) পশ্চিমা বায়ু এবং 3) মেরু বায়ু। উচ্চচাপ ও নিম্নচাপ বলয়গুলির অবস্থানের বৈশিষ্ট্যানুসারে নিয়ত বায়ুপ্রবাহগুলির উৎপত্তি ও প্রবাহের দিক তথা বায়ুচাপ বলয় ও নিয়ত বায়ুর সম্পর্ক নির্ধারিত হয়েছে।

(১) আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক : নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের উত্তরে ও দক্ষিণে দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপবলয় থাকার জন্য এই দুই উচ্চচাপবলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে 5° থেকে 25° অক্ষরেখার মধ্যে সারাবছর ধরে আয়ন বায়ু নিয়মিতভাবে নির্দিষ্ট পথ ধরে প্রবাহিত হয়।

আয়ন বায়ুর প্রকারভেদ : আয়ন বায়ু দু-প্রকার— 

[a] উত্তর-পূর্ব আয়ন বায়ু : উত্তর গােলার্ধের কর্কটীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে বয়ে চলা আয়ন বায়ু পৃথিবীর আবর্তন গতির জন্য ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে উত্তর-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়।

[b] দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু : দক্ষিণ গােলার্ধের মকরীয় উচ্চচাপ বলয় থেকে নিরক্ষীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ুটি ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব আয়ন বায়ু নামে প্রবাহিত হয়।

২) পশ্চিমা বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক : উভয় গােলার্ধের দুটি উপক্রান্তীয় (কর্কটীয় ও মকরীয়) উচ্চচাপ বলয়ের দু-পাশে দুটি মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয় উপস্থিত। এই জন্য দুই উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয় থেকে দুই মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ। বলয়ের দিকে 35° থেকে 60° অক্ষরেখার মধ্যে সারাবছর ধরে নিয়মিতভাবে নির্দিষ্ট পথে পশ্চিমা বায়ু প্রবাহিত হয়।

পশ্চিমা বায়ুর প্রকারভেদ : পশ্চিমা বায়ু দু-প্রকার— 

[i] দক্ষিণ-পশ্চিমা বায়ু: উত্তর গােলার্ধের উপক্ৰান্তীয় উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু সুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে দক্ষিণ-পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। তাই এই বায়ুকে বলা হয় দক্ষিণ-পশ্চিম পশ্চিমা বায়ু।

[ii] উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু: দক্ষিণ গােলার্ধের উপক্ৰান্তীয়। উচ্চচাপ বলয় থেকে পশ্চিমা বায়ু ফেরেলের সুত্রানুসারে বাম দিকে বেঁকে উত্তর-পশ্চিম দিক থেকে কুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ। বলয়ের দিকে প্রবাহিত হয়। তাই এই বায়ুকে বলা হয় উত্তর-পশ্চিম পশ্চিমা বায়ু। 

৩) মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক : সুমেরু ও কুমেরু উচ্চচাপ বলয় থেকে যে বায়ু নিয়মিতভাবে মেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়, তাদের মেরু বায়ু বলে।

মেরু বায়ুর প্রকারভেদ : মেরু বায়ু দু-প্রকার— 

[i] উত্তর-পূর্ব মেরু বায়ু: উত্তর গোলার্ধের মেরু বায়ু সুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে ফেরেলের সূত্রানুসারে ডান দিকে বেঁকে উত্তর-পূর্ব দিক থেকে সুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে প্রবাহিত হয়। এর নাম উত্তর-পূর্ব মেরু বায়ু। 

[ii] দক্ষিণ-পূর্ব মেরু বায়ু: দক্ষিণ গোলার্ধের মেরু বায়ু কুমেরু দেশীয় উচ্চচাপ বলয় থেকে কুমেরুবৃত্তপ্রদেশীয় নিম্নচাপ বলয়ের দিকে ধাবিত হওয়ার সময় ফেরেলের সূত্রানুসারে বাম দিকে বেঁকে দক্ষিণ-পূর্ব মেরু বায়ু নামে প্রবাহিত হয় ।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

8 thoughts on “পৃথিবীর বায়ুচাপ বলয়গুলির সঙ্গে নিয়ত বায়ুপ্রবাহের সম্পর্ক সংক্ষেপে ব্যাখ্যা করাে।”

  1. স্যার খুব উপকৃত হলাম। কিন্তু নিয়ত বায়ু তো তিন প্রকার 1/আয়ন বায়ু, 2/পশ্চিমা বায়ু, 3/মেরু বায়ু। এখানে তো শুধু আয়ন বায়ু ও পশ্চিমা বায়ুর সাথে সম্পর্ক দিয়েছেন মেরু বায়ু তো দেননি। দয়া করে ওটা আপলোড করবেন

    Reply
    • কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে “মেরু বায়ু” পয়েন্টটি যুক্ত করে উত্তরটি সংশোধন করে দিয়েছি।

      Reply

Leave a Comment