প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে ।

প্রচেষ্টা ও ভুলের মাধ্যমে শিখনের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করাে । Class 12 | Education (শিক্ষার কৌশল) | 8 Marks

উত্তর:-

প্রচেষ্টা ও ভুলের মাধ্যম শিখনের বৈশিষ্ট্য 

থর্নডাইকের প্রচেষ্টা ও ভুলের শিখন হল একটি যান্ত্রিক অনুশীলন নির্ভর প্রক্রিয়া। প্রাণীর প্রচেষ্টাগুলির মধ্যে ভুল প্রচেষ্টাগুলি ব্রুমশ হ্রাস পায় এবং সঠিক প্রচেষ্টাটি ক্রমশ নির্দিষ্ট হয়। এইভাবে শিখন হয়। এই পদ্ধতিটি বিশ্লেষণ করলে যেসব বৈশিষ্ট্য দেখা যায়, সেগুলি হল

1) শিক্ষার্থীর সক্রিয়তা এবং চাহিদার ওপর নির্ভরশীলতা: প্রচেষ্টা ও ভুলের শিখন পদ্ধতিটি শিক্ষার্থীর সক্রিয়তার ওপর নির্ভর করে। আর শিক্ষার্থীর সক্রিয়তার জন্য প্রয়ােজন চাহিদা। থর্নডাইকের পরীক্ষায় বিড়ালটি যদি ক্ষুধার্ত না হত, তাহলে খাদ্যের জন্য বাইরে আসতে সক্রিয় হত না। 

[2] লক্ষ্য সম্পর্কে ধারণা: লক্ষ্য সম্পর্কে শিক্ষার্থীর স্পষ্ট ধারণা থাকা আবশ্যক। 

[3] যান্ত্রিকতা: এই প্রক্রিয়ায় চিন্তা, বুদ্ধি, পরিকল্পনা ইত্যাদির কোনাে ভূমিকা নেই। সম্পূর্ণ যান্ত্রিক উপায়ে ভুল প্রচেষ্টাগুলি বাতিল হয় ও সঠিক প্রক্রিয়া নির্দিষ্ট হয়।

[4] পুনরাবৃত্তি: সমস্যামূলক পরিস্থিতিতে উদ্দীপক এবং প্রতিক্রিয়ার মধ্যে বারবার সংযােগ ঘটিয়ে উপযুক্ত প্রতিক্রিয়াটি শনাক্ত করা হয়। 

[5] ক্রমহ্রাস: প্রচেষ্টার সংখ্যা এবং সময় ক্রমশ হ্রাস পায়। 

[6] বহুমুখী প্রতিক্রিয়ার সৃষ্টি: প্রচেষ্টা ও ভুলের পদ্ধতিতে শিখনকালে প্রাণী একই পরিস্থিতিতে নানা প্রতিক্রিয়া করে।

[7] ফলের ওপর নির্ভরশীলতা: এইপ্রকার শিখনে কোন প্রতিক্রিয়াগুলি বর্জিত হবে এবং কোন প্রতিক্রিয়াটি গৃহীত হবে তা প্রচেষ্টার ফলের ওপর নির্ভর করে। 

[8] প্রস্তুতির প্রয়োজনীয়তা: এইপ্রকার শিখনে প্রাণীর বা শিক্ষার্থীর প্রস্তুতির প্রয়ােজন হয়। 

[9] জানা থেকে অজানার দিকে অগ্রসর হওয়া: এই পদ্ধতির শিখনে প্রাণী বা শিক্ষার্থী জানা থেকে অজানার দিকে অগ্রসর হয়। 

[10] আংশিক প্রতিক্রিয়া: এই পদ্ধতিতে প্রাণী সামগ্রিকভাবে প্রতিক্রিয়া করে না, আংশিকভাবে করে। প্রথমে খাঁচার যে অংশ দেখেছে সেখানেই বিড়ালটি ঝাপিয়ে পড়েছে। পরেরবার অন্য অংশ দেখে সেখানে লাফ দিয়েছে। 

[11] সর্বজনীনতা: সমস্যামূলক এবং জটিল পরিস্থিতিতে মানুষ সহ সমস্ত গ্রাণীই এই পদ্ধতির সাহায্য নেয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment