প্রচলিত বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামাের সঙ্গে মদালিয়র কমিশন প্রস্তাবিত বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামোর তুলনা করাে l সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার কাঠামাে ছাড়া কমিশন অন্যান্য বিদ্যালয় সম্পর্কে কী সুপারিশ করে?

প্রচলিত বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামাের সঙ্গে মদালিয়র কমিশন প্রস্তাবিত বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামোর তুলনা করাে l সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার কাঠামাে ছাড়া কমিশন অন্যান্য বিদ্যালয় সম্পর্কে কী সুপারিশ করে? 5 + 2      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:-

প্রচলিত বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামাের সঙ্গে মদালিয়র কমিশন প্রস্তাবিত বিদ্যালয় স্তরের শিক্ষার কাঠামাের তুলনা :

অন্যান্য বিদ্যালয়ের কাঠামাে সম্পর্কিত সুপারিশ : সাধারণ শিক্ষা ও কারিগরি শিক্ষার কাঠামাে ছাড়াও কমিশন অন্যান্য বিদ্যালয়ের কাঠামাে প্রসঙ্গেও কতকগুলি সুপারিশ লিপিবদ্ধ করে। সেগুলি নীচে উল্লেখ করা হল —

[1] পাবলিক স্কুলের পরিবর্তনসাধন: কমিশন দেশের প্রচলিত পাবলিক স্কুলগুলির প্রসঙ্গে বলে, যত শীঘ্র সম্ভব ওই বিদ্যালয়গুলিকে জাতীয় শিক্ষাকাঠামাের অন্তর্ভুক্ত করতে হবে এবং ওইগুলির জন্য সরকারি অনুদানও ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে। 

[2] আবাসিক বিদ্যালয় স্থাপন: যেসব ব্যক্তি বদলিযােগ্য (transferable) চাকুরি করেন, তাদের সন্তানদের জন্য গ্রামাঞ্চলে আবাসিক বিদ্যালয় গড়ে তুলতে হবে। 

[3] বিশেষ বিদ্যালয় স্থাপন: দৈহিক ও মানসিক প্রতিবন্ধীদের শিক্ষার জন্য বিশেষ ধরনের বিদ্যালয় স্থাপন করতে হবে। এ ছাড়া অনগ্রসর সম্প্রদায়ের জন্যও কিছু সংখ্যক বিদ্যালয় স্থাপন করতে হবে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment