প্রশ্ন: প্রকরণ কী ? প্রকরণের কারণ সংক্ষেপে আলােচনা করাে এবং উদাহরণ দাও।
উত্তর:
প্রকরণ : যৌন জননের সময় জিন পরিবর্তন বা পরিবেশের প্রভাবে একই প্রজাতির জীবের মধ্যে যে পার্থক্য দেখা যায়, তাকে প্রকরণ বলে।
প্রকরণের কারণ :মানবদেহে ক্রোমােজোমে অবস্থিত জিন সকল প্রকার বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। পরিবেশের প্রভাবে ক্রোমােজোমে অবস্থিত জিনের সজ্জার পরিবর্তনে বা ক্রোমােজোমের গঠনগত বা সংখ্যার পরিবর্তনে জীবদেহে বৈশিষ্ট্যের পরিবর্তন ঘটে। ফলে প্রকরণের সৃষ্টি হয়। একে পরিব্যক্তি বা মিউটেশন বলে।
যৌনজননের সময় গ্যামেট উৎপাদনে মিয়ােসিস কোশ বিভাজন সম্পন্ন হয়। মিয়ােসিসের ক্রসিং ওভারের সময় জিনের সজ্জার পরিবর্তন ঘটে। ফলে নতুন অপত্যে প্রকরণের সৃষ্টি হয়।
মানুষের ক্ষেত্রে প্রকরণের উদাহরণ :
মুক্ত ও সংযুক্ত কানের লতি : বেশিরভাগ মানুষের কানের লতি মুক্ত অবস্থায় থাকে। কোনাে ক্ষেত্রে থেকে কানের লতি যুক্ত অবস্থায় থাকে। এটি জিনগত পরিবর্তনের ফলে ঘটে। এই বৈশিষ্ট্যটি প্রচ্ছন্ন জিন দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই প্রচ্ছন্ন জিনের দু’টি হােমােজাইগাস অবস্থায় থাকলেই এই বৈশিষ্ট্য প্রকাশিত হয়।
রােলার ও স্বাভাবিক জিভ : বেশিরভাগ মানুষ সহজেই জিভ বের করে নলের মতাে রােল করতে পারে। এটি অটোজোম দ্বারা নিয়ন্ত্রিত প্রকট বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য হােমােজাইগাস ও হেটারােজাইগাস উভয় অবস্থায় প্রকাশিত হয়। হােমােজাইগাস প্রচ্ছন্ন অবস্থায় থাকলে এই জিনটি স্বাভাবিক জিভ সৃষ্টি করে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।