প্রতিবন্ধী কাদের বলা হয়? প্রতিবন্ধী শিশুদের শ্রেণিবিন্যাস করাে। 1+3 Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks
উত্তর:-
প্রতিবন্ধী : যেসব ব্যক্তি দৈহিক, ইন্দ্রিয়গত, মানসিক ও শিখনগত ত্রুটির কারণে নির্দিষ্ট মাত্রায় স্বাভাবিক জীবনযাপনে অক্ষম, তাদের প্রতিবন্ধী বলে।
প্রতিবন্ধী শিশুদের শ্রেণিবিন্যাস: প্রতিবন্ধী শিশুদের প্রধানত 6 ভাগে ভাগ করা যায়—
[1] শারীরিক প্রতিবন্ধী শিশু : চলনে অক্ষম শিশুকে দৈহিক প্রতিবন্ধী বলে | পেশি এবং অস্থিসন্ধির অসুবিধার কারণে দেহের অঙ্গ-প্রত্যঙ্গের স্বাভাবিক চলন ব্যাহত হয়।
[2] দৃষ্টি প্রতিবন্ধী শিশু : যে সমস্ত শিশুর স্বাভাবিক অবস্থায় বা লেন্স ব্যবহারের পরেও দৃষ্টি তীক্ষ্ণতা 20/200 বা তারও কম অথবা শিশুর দৃষ্টিশক্তি 20/200 -এর বেশি কিন্তু স্বাভাবিক অবস্থায় দৃষ্টির তীক্ষ্ণতা 20 ইঞ্চির বেশি নয়, তাদের দৃষ্টি প্রতিবন্ধী শিশু বলে।
[3] শ্রবণ প্রতিবন্ধী শিশু : যখন কোনাে শিশুর শ্রবণ ক্ষমতা এতটাই খারাপ হয় যে, শ্রবণ যন্ত্রের ব্যবহার ছাড়া সে অন্যের কথা শুনতে পায় না, তখন তাকে শ্রবণ প্রতিবন্ধী শিশু বলে |
[4] মানসিক প্রতিবন্ধী শিশু : American Association on Mental Deficiency মানসিক প্রতিবন্ধকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেছে যে, বিকাশকালীন সময়ে (18 বছরের মধ্যে) প্রকাশ মান, গড় অপেক্ষা অনেক নিম্নমানের বৌদ্ধিক কার্যাবলি এবং অভিযােজনমূলক আচরণের ঘাটতিকেই মানসিক প্রতিবন্ধকতা বলে |
[5] শিখনে অক্ষম শিশু : মৌখিক বা লিখিত ভাষা ব্যবহারে, অর্থ বােঝার ক্ষেত্রে মনােযােগ দিয়ে শােনা, পাঠ করা, বানান করা, গাণিতিক সমস্যার সমাধান ইত্যাদি ক্ষেত্রে ত্রুটি, যা শিখনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে, তাকে শিখন প্রতিবন্ধকতা বলে।
[6] প্রক্ষোভজনিত সমস্যার কারণে প্রতিবন্ধী শিশু : প্রক্ষোভজনিত সমস্যার কারণে যেসব শিশুর আচরণে সমস্যার সৃষ্টি হয়, তারাও প্রতিবন্ধী শিশুদের অন্তর্ভুক্ত।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।