Class 12 Class 12 Education প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী?

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী? 

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী?      Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 4 Marks

উত্তর:-

প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যা : প্রতিবন্ধী শিশুরা স্বাভাবিক শিশুদের তুলনায় সবসময়ই পিছিয়ে থাকে। শিক্ষার ক্ষেত্রে সবার সমান সুযােগ থাকলেও নানান প্রতিবন্ধকতার কারণে তারা সঠিকভাবে শিক্ষাগ্রহণ করতে পারে না। শিক্ষার ক্ষেত্রে এই ধরনের কয়েকটি সমস্যা নীচে উল্লেখ করা হল— 

[1] অর্থের অভাব : প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যে পরিমাণ অর্থের প্রয়ােজন হয়, সেই পরিমাণ অর্থ সরকারের পক্ষে দেওয়া সম্ভব হয় না | ফলে এই ধরনের শিক্ষার্থীদের জন্য বিশেষ শিক্ষা পরিকল্পনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হয়ে ওঠে না। 

[2] শিক্ষক-শিক্ষিকার অভাব : প্রতিবন্ধী শিশুদের বিজ্ঞানসম্মত উপায়ে পড়ানাের জন্য উপযুক্ত প্রশিক্ষণপ্রাপ্ত এবং সহৃদয় শিক্ষক-শিক্ষিকার বড়ােই অভাব। 

[3] উপযুক্ত উপকরণের অভাব : প্রতিবন্ধী শিশুদের শিক্ষার জন্য যেসব শিক্ষাসহায়ক উপকরণের প্রয়ােজন হয়, বেশিরভাগ ক্ষেত্রেই তা যথেষ্ট পরিমাণে পাওয়া যায় না। 

[4] অভিভাবকদের উদাসীনতা : বেশিরভাগ অভিভাবক প্রতিবন্ধী শিশুদের পড়াশােনার ব্যাপারে উদাসীন থাকেন।

[5] হীনমন্যতা : প্রতিবন্ধী শিশুরা যেহেতু স্বাভাবিক শিশুদের তুলনায় সবদিক থেকে পিছিয়ে থাকে, তাই তারা হীনমন্যতায় ভােগে। ফলে তাদের শিক্ষার কাজটিও ব্যাহত হয়। 

[6] বিদ্যালয়ের অভাব : প্রতিবন্ধী শিশুদের জন্য যে ধরনের বিদ্যালয় প্রয়ােজন তার সংখ্যা খুবই কম। এটিও প্রতিবন্ধী শিশুদের শিক্ষার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে। কারণ সাধারণ বিদ্যালয়গুলিতে তারা ঠিকমতাে পড়াশােনা করতে পারে না। 

[7] চিকিৎসকের অভাব: প্রতিবন্ধীদের জন্য মাঝে মাঝে চিকিৎসকের দ্বারা তত্ত্বাবধানের প্রয়ােজন হয়। বাস্তবক্ষেত্রে প্রয়ােজনমতাে চিকিৎসকের সহযােগিতা পাওয়া যায় না।

[8] অভিভাবকের সচেতনতার অভাব : সাধারণ শিশুদের মতাে প্রতিবন্ধী শিশুদের সারাদিনের অনেকটা সময় কাটে বাড়ি ও পরিবারের মধ্যে। প্রতিবন্ধী শিশুদের সর্বদাই দেখাশােনার প্রয়ােজন অভিভাবকদের সচেতনতা এবং উপযুক্ত জ্ঞানের অভাবে এইসব শিশুদের প্রয়ােজনমতাে দেখাশোনা সম্ভব হয় না, যার ফলে সমস্যা দেখা যায়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

3 thoughts on “প্রতিবন্ধী শিশুদের শিক্ষার সমস্যাগুলি কী কী? ”

Leave a Comment