Class 12 Class 12 Education প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য আলােচনা করাে।

প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য আলােচনা করাে।

প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য আলােচনা করাে। Class 12 | Education (ভিন্ন ধরনের সক্ষমতার শিশুদের শিক্ষা) 4 Marks

উত্তর:-

প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্য

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সমীক্ষা অনুযায়ী, বিশ্বের মােট জনসংখ্যার শতকরা দশভাগ প্রতিবন্ধী। এঁরা প্রত্যেকেই এই বিশ্বের সদস্য। এই বিশ্বে নিজেদের অস্তিত্ব রক্ষার অধিকার নিয়েই এরা পৃথিবীতে এসেছে। এদেরও সার্বিক বিকাশ প্রয়ােজন৷ তাই প্রয়ােজন উপযুক্ত শিক্ষা। নীচে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের উদ্দেশ্যগুলি সংক্ষেপে আলােচনা করা হল—

 [1] হীনম্মন্যতাবােধ দুর করে আত্মবিশ্বাস জাগানাে: দৈহিক, মানসিক, সামাজিক, আর্থিক বিভিন্ন কারণে প্রতিবন্ধীরা হীনমন্যতায় ভুগতে থাকে। বর্তমানের প্রতিযােগিতামূলক সমাজে এরা মানিয়ে নিতে পারে না। অনেক ক্ষেত্রে সরকার থেকে এদের সুযােগ দিলেও হীনমন্যতার কারণে এরা সুযােগ গ্রহণ করতে পারে না। তাই শিক্ষাদানের মাধ্যমে এদের মধ্য থেকে হীনম্মন্যতাবােধ দূর করে আত্মবিশ্বাস জাগিয়ে তুলতে হবে।

 [2] বিচ্ছিন্নতা দূরীকরণের ব্যবস্থা করা : প্রতিবন্ধীরা সব সময় নিজেদেরকে স্বাভাবিকদের থেকে পৃথক করে রাখে | তাদেরকে শিক্ষার মূল প্রবাহে আনতে হলে সমাজ থেকে তাদের এই বিচ্ছিন্নতা দূর করতে হবে। শিক্ষার মধ্য দিয়েই এই বিচ্ছিন্নতা দূর করা সম্ভব। 

[3] দারিদ্র্য দূরীকরণের ব্যবস্থা করা: প্রতিবন্ধী শিশুদেরকে উপযুক্ত শিক্ষাদানের মাধ্যমে বিকশিত হওয়ার সুযােগ দিলে তারা ধীরে ধীরে স্বাবলম্বী হয়ে উঠবে। তাদের মধ্যে থেকে দারিদ্র্য দূরীভূত হবে। তারা সমাজের মূল স্রোতে ফিরে আসতে সক্ষম হবে। 

[4] উৎপাদনশীল নাগরিকে পরিণত করা : প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের আর একটি উদ্দেশ্য হল তাদের বৃত্তিমুখী প্রশিক্ষণ দিয়ে উৎপাদনশীল নাগরিকে পরিণত করা এবং তারা যাতে আর্থিক দিক থেকে স্বনির্ভরশীল। হতে পারে তার ব্যবস্থা করা। 

[5] কাজ চালানাের উপযােগী পঠনক্ষমতার বিকাশ ঘটানাে: প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের অপর একটি উদ্দেশ্য হল তাদের বিভিন্ন কাজ চালানাের। উপযােগী পঠন ক্ষমতার বিকাশে সাহায্য করা।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment