প্রতিযোগিতার সুফল ও সংকট – বাংলা প্রবন্ধ রচনা

প্রতিযোগিতার সুফল ও সংকট

ভূমিকা : আমরা সকলেই উন্নতি চাই। চাই উন্নততর জীবন। আমরা কেউ চাই ডাক্তার, ব্যবসায়ী হতে, কেউ চাই ইঞ্জিনিয়ার হতে; আবার দাপুটে আইনজীবী হয়ে সফল জীবনও আমরা চাই। চাই ডাকসাইটে অভিনেতার পেশাতে প্রবেশ করতে। ভালাে এক ফুটবল খেলােয়াড় কিংবা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতাে ক্রিকেট খেলােয়াড় হতে কে না চায়। উন্নততর জীবন এইভাবেই প্রতিনিয়ত আমাদের হাতছানি দিয়ে ডাকছে। 

প্রস্তুতি : সব কিছু চাইলেই তাে হয় না, এইসব সফল জীবনে পৌঁছােতে হলে প্রয়ােজন হয় প্রস্তুতির। দরকার হয় কঠোর পরিশ্রম এবং অনুশীলনের। যেমন উন্নততর জীবন চাইছি, ঠিক সেই ধরনের প্রস্তুতি নিতে হবে ছাত্রজীবন থেকেই। এই প্রস্তুতি কখনও কোনাে ফাঁকিকে বরদাস্ত করে না—এরপর তাে রয়েছে প্রতিযােগিতা। 

প্রতিযােগিতার প্রয়ােজন : উন্নততর জীবন আরও অনেকে চায়। সকলেরই লক্ষ্য সফলতার শীর্ষের দিকে। সফলতার শীর্ষে যে জায়গা রয়েছে, তা একইসঙ্গে বহু লােককে ঠাই দেয় না। প্রতিভাবান এবং কেবল সেরা ছাত্রদেরই সেখানে জায়গা হয়। সুতরাং নিজেকে সেরা এবং উপযুক্ত প্রমাণ করার জন্য প্রতিযােগিতায় নামতে হয়।

প্রতিযােগিতা সর্বত্র : এই প্রতিযােগিতা দেখা যায় সর্বত্র। ডাক্তার হতে গেলে হাঁটতে হবে প্রতিযােগিতার পথে। ইঞ্জিনিয়ার হতে গেলেও অথবা ওকালতি করতে হলেও নিজেকে সেরা প্রমাণিত করতে হবে এই কঠোর প্রতিযােগিতার ভেতর দিয়েই। সুতরাং কোনােভাবেই আমরা প্রতিযােগিতাকে এড়িয়ে যেতে পারি না, প্রতিযােগিতাই আমাদের কাছে এনে দেয় সুফল। 

টিকে থাকার লড়াই : ডারউইন সাহেব ছিলেন একজন বিশিষ্ট বিজ্ঞানী। তিনি ‘ইভােলিউশন’ তত্ত্বের আবিষ্কারক। তিনি এই তত্ত্বের ভিতর দিয়ে দেখিয়েছেন যে জীবজগতে প্রতিনিয়ত টিকে থাকবার জন্য চলছে প্রতিযােগিতা। এই প্রতিযােগিতার নাম ‘Struggle for existance’; যারা প্রতিযােগিতায় সফল হয়, তারাই টিকে থাকে। যারা প্রতিযােগিতায় দাঁড়াতে পারে না, তারা জীবজগৎ থেকে লুপ্ত হয়ে যায়।

ব্যর্থতা : উন্নততর জীবনের জন্য আমরা যেভাবে প্রতিনিয়ত প্রতিযােগিতায় শামিল হচ্ছি, এখানেও সাফল্যের সঙ্গে রয়েছে ব্যর্থতা। প্রতিযােগিতায় যারা এঁটে উঠতে পারে না, তাদের দিকে আমরা তাকিয়ে দেখি না তারা যে সংকটে পড়ে। প্রতিযােগিতার সুফল যারা লাভ করে, তাদের বিজয়মালা পরিয়ে দিয়ে আমরা গর্ব অনুভব করি। বলা বাহুল্য, ব্যর্থ মানুষদের প্রতি এই ব্যবহার সমর্থনযােগ্য নয়। 

ব্যর্থতা কাটিয়ে উঠতে : প্রতিযােগিতায় ব্যর্থ মানুষরা কিন্তু সবদিক থেকে বিফল হতে পারে না। তাদের ব্যর্থতা ও সংকট কাটাবার জন্য জীবনের আরও অনেক পথ খুলে দেওয়া যেতে পারে। যে ডাক্তার হতে পারল না, সে পরে একজন কৃষক হতে পারে। যে মানুষটি সফল আইনজীবী হতে পারল না, সে পারে একজন দক্ষ শ্রমিকের সফলতা লাভ করতে। সবাই সৌরভ গঙ্গোপাধ্যায়ের মতাে ক্রিকেট খেলােয়াড় হতে পারে , কিন্তু তার সফল এক দোকানি হতে অসুবিধা কোথায়? 

উপসংহার : প্রতিযােগিতার সুফলে যেমন রাশি রাশি পুষ্পস্তবক লাভ করা যায়, তেমনি প্রতিযােগিতার সংকট কাটিয়ে সুস্থ জীবন পেলে ফুলবাগিচায় অহেতুক ফুল ফোটানাে যায় এই উদাহরণ অনেক। তাই ব্যর্থতাকে অনিবার্য পরিণাম না-ভেবে বারবার চেষ্টা করে ব্যর্থতার সংকট কাটিয়ে পৌঁছােতে হবে সফল জীবনে। ভুল থেকে শিক্ষা নিয়ে উপলব্ধি করতে হবে। বিফলতা আসলে মহৎ উত্তরণের নতুন সােপান।

আরো পড়ুন

একটি রাজপথের আত্মকথা – বাংলা প্রবন্ধ রচনা

মিড-ডে মিল – বাংলা প্রবন্ধ রচনা

সর্বশিক্ষা অভিযান – বাংলা প্রবন্ধ রচনা

ছাত্রজীবনে খেলাধূলোর গুরুত্ব | বাংলা প্রবন্ধ রচনা

ছাত্রজীবন – মানস মানচিত্র অবলম্বনে বাংলা প্রবন্ধ রচনা

Read More »

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment