পূর্বাপেক্ষা আর-একটা ভালো খেলা মাথায় উদয় হইয়াছে — পূর্বের খেলাটি কী ছিল? এখনকার খেলাটিই-বা কী এবং তার পরিণতি কী হয়েছিল ?

উত্তর : রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘ছুটি’ গল্প থেকে প্রশ্নোদ্ধৃত অংশটি নেওয়া হয়েছে। কিছু গ্রাম্য, দুরন্ত, অর্বাচীন বালকদের প্রাত্যহিক খেলা হিসেবে উদ্ধৃত পূর্বের খেলাটি ছিল ভারি অদ্ভুত। প্রতিনিয়ত তারা নিত্যনতুন খেলায় মেতে ওঠে। নদীর ধারে প্রকাণ্ড একটা শালকাঠের গুঁড়ি নৌকোর মাস্তুলে পরিণত হওয়ার অপেক্ষায় পড়েছিল। বালকদের সর্দার ফটিকের উদ্ভাবনী চিন্তায় সেই কাঠের গুঁড়িটিকে গড়িয়ে গড়িয়ে কিছুদূর নিয়ে যাওয়ার পরিকল্পনা হয়। কাঠের মালিক সঠিক সময়ে সেটি না-পেয়ে বিরক্ত, বিস্মিত ও ক্ষুব্ধ হবে আর তার অসুবিধা দেখে বালকেরা মজা পাবে—এটিই খেলা।

→ গুঁড়িটিকে গড়াবার জন্য সবাই যখন পরম উৎসাহে উদ্যোগী হয়েছে ঠিক তখনই তত্ত্বজ্ঞানীর মতো গম্ভীর ও উদাসীনভাবে ফটিকের ভাই মাখন গিয়ে বসে পড়ল সেই কাঠের ওপর। খেলায় বিঘ্ন ঘটাল সে। অন্যান্য বালকেরা উঠতে বলল কিন্তু মাখন নড়ল না। ফটিক ভয় দেখাল তবু মাখন সরল না। তখন তারা ঠিক করল মাখন সমেত গুঁড়িটিকে ঠেলে গড়িয়ে নিয়ে যাবে। এটাই ছিল তাদের এখনকার খেলা ।

মাখন ভেবেছিল গুঁড়ি সমেত তাকে ঠেলে গড়িয়ে নিয়ে গেলে তাতে তার গৌরব বৃদ্ধি পাবে। কিন্তু বালকের দল ‘মারো ঠেলা হেঁইয়ো, সাবাস জোয়ান হেঁইয়ো’ বলে যখনই ঠেলা দিল, গুঁড়ি একপাক ঘুরতে-না-ঘুরতে গম্ভীর প্রকৃতির মাখন গাম্ভীর্য সমেত মাটিতে পড়ে গেল।

Read Also

এই অকাল-তত্ত্বজ্ঞানী, মানব সকলপ্রকার ক্রীড়ার অসারতা সম্বন্ধে নীরবে চিন্তা করিতে লাগিল । — বক্তা কোন্ প্রসঙ্গে এই উক্তি করেছেন? উক্তিটির অর্থ লেখো

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!