দশম শ্রেনী (মাধ্যমিক) Class 10 Geography পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন

পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন

পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হয় কেন?
অথবা, প্রতিযােগ অপেক্ষা সংযােগ অবস্থানে জোয়ারের প্রাবল্য বেশি হয় কেন? Class 10 | Geography (বারিমণ্ডল) | 3 Marks

উত্তর:-

পূর্ণিমা অপেক্ষা অমাবস্যার জোয়ার প্রবল হওয়ার কারণ: পুর্ণিমা তিথিতে প্রতিযােগ অবস্থানে পৃথিবী, চাঁদ ও সূর্য একই সরলরেখায় থাকে এবং চাঁদ ও সূর্যের মাঝখানে পৃথিবী থাকে। এই অবস্থানে পৃথিবীর যে অংশ চাদের ঠিক সামনে আসে সেখানে মুখ্য চান্দ্র জোয়ার ও সূর্যের গৌণ জোয়ার হয়। এর প্রতিপাদ স্থানে মুখ্য সৌর জোয়ার ও চাদের গৌণ জোয়ার সংঘটিত। একে পূর্ণিমা তিথির ভরা জোয়ার বলে। অন্যদিকে, অমাবস্যা তিথিতে সংযােগ অবস্থানে চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে ও একই সরলরেখায় অবস্থান করে। তাই চাঁদ ও সূর্যের মিলিত টানে একইসঙ্গে মুখ্য চান্দ্র জোয়ার ও মুখ্য সৌর জোয়ার হয়। ফলে এইসময় ভূপৃষ্ঠে সমুদ্রের জলরাশি বেশি মাত্রায় স্ফীত হয়। এজন্য পূর্ণিমার তুলনায় অমাবস্যার জোয়ার প্রবল হয়।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment