পুরােনাে পাথরের যুগ, মাঝের পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মানুষের হাতিয়ারগুলি কেমন ছিল এবং ওই তিনটি যুগের মানুষের জীবিকা কী ছিল? Mark 3 | Class 6
উত্তর:-
| যুগ | হাতিয়ার | জীবিকা | 
| পুরোনো পাথরের যুগ | বড়াে ও ভারী পাথরের তৈরি এবড়ো খেবড়ো হাতিয়ার | পশু শিকার ও ফল-মূল জোগাড় | 
| মাঝের পাথরের যুগ | ছোটো হালকা ধারালো পাথরের হাতিয়ার | শিকার ও পশুপালন | 
| নতুন পাথরের যুগ | নানান ধরনের হালকা ধারালো পাথরের হাতিয়ার | পশুপালন ও কৃষিকাজ | 
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।
