পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল?
অথবা,
পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের তাৎপর্য বিশ্লেষণ করাে। Mark 3 | Class 6
উত্তর:-
পুরােনাে পাথরের যুগে আদিম মানুষ নিজেদের খাবার নিজেরা বানাতে পারত না। শিকার করে ও ফলমূল জোগাড় করে তারা নিজেদের পেট ভরাত। গুহায় আশ্রয় না পেলে খােলা আকাশের নীচেই তাদের দিন কাটত। তাই বলা চলে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন ছিল বেশ কঠিন ও কষ্টের।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।