ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি তুলে ধরাে। 

ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি তুলে ধরাে। Mark 5 | Class 6
অথবা,
পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? তারা কোথায় বাস করত এবং কীভাবে খাদ্য সংগ্রহ করত? Mark 5 | Class 6

উত্তর:-

সূচনা:- সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল।

আদিম মানুষের জীবনযাপনের নানাদিক:- 

[1] খাদ্যসংগ্রহ: ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে মানুষকে খাদ্যসংগ্রহ করতে হত। অনেক সময়ে তারা খাবার সংগ্রহের জন্য নদীর মাছ ও দলবেঁধে বনের পশু শিকার করত এবং সেগুলি তারা মিলেমিশে ভাগ করে খেত।

[2] বসতি : ভারতীয় উপমহাদেশে আদিম মানুষকে খাবারের সন্ধানে একস্থান থেকে অন্যস্থানে যেত হত এবং তাই তাদের কোনাে স্থায়ী বসতি গড়ে ওঠেনি। কিছুটা সময়ের জন্য তারা নতুন নতুন অঞ্চলের গুহাগুলিতে বাস করত। উত্তর-পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুনুল, মধ্যপ্রদেশের ভীমবেটকা প্রভৃতি অঞ্চলে এই ধরনের গুহাবসতির সন্ধান মিলেছে। 

[3] পােশাক : ভারতীয় উপমহাদেশে বসবাসকারী পুরােনাে পাথরের যুগে মানুষ প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল গায়ে জড়িয়ে রাখত। তারা তখনও পােশাক তৈরি করতে জানত না।

[4] হাতিয়ার : ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ হালকা ও ধারালাে ছুরি-জাতীয় হাতিয়ারের ব্যবহার শেখে। তবে এই সময়ের হাতিয়ারগুলির বেশিরভাগ ছিল ভারী নুড়িপাথরের তৈরি। সােয়ান উপত্যকা, পটোয়ার মালভূমি এবং শিবালিক পার্বত্য অঞ্চলে এই ধরনের হাতিয়ারের সন্ধান মিলেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment