Class 6 Class 6 History ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি তুলে ধরাে।

ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি তুলে ধরাে। 

ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবনযাপনের নানা দিকগুলি তুলে ধরাে। Mark 5 | Class 6
অথবা,
পুরােনাে পাথরের যুগে আদিম মানুষের জীবন কেমন ছিল? তারা কোথায় বাস করত এবং কীভাবে খাদ্য সংগ্রহ করত? Mark 5 | Class 6

উত্তর:-

সূচনা:- সম্ভবত আফ্রিকা থেকে আদিম মানুষ একসময় ভারতীয় উপমহাদেশে এসেছিল।

আদিম মানুষের জীবনযাপনের নানাদিক:- 

[1] খাদ্যসংগ্রহ: ভারতীয় উপমহাদেশে পুরােনাে পাথরের যুগে মানুষকে খাদ্যসংগ্রহ করতে হত। অনেক সময়ে তারা খাবার সংগ্রহের জন্য নদীর মাছ ও দলবেঁধে বনের পশু শিকার করত এবং সেগুলি তারা মিলেমিশে ভাগ করে খেত।

[2] বসতি : ভারতীয় উপমহাদেশে আদিম মানুষকে খাবারের সন্ধানে একস্থান থেকে অন্যস্থানে যেত হত এবং তাই তাদের কোনাে স্থায়ী বসতি গড়ে ওঠেনি। কিছুটা সময়ের জন্য তারা নতুন নতুন অঞ্চলের গুহাগুলিতে বাস করত। উত্তর-পশ্চিম পাকিস্তানের সাংঘাও, কর্ণাটকের কুনুল, মধ্যপ্রদেশের ভীমবেটকা প্রভৃতি অঞ্চলে এই ধরনের গুহাবসতির সন্ধান মিলেছে। 

[3] পােশাক : ভারতীয় উপমহাদেশে বসবাসকারী পুরােনাে পাথরের যুগে মানুষ প্রচণ্ড ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য পশুর চামড়া ও গাছের ছাল গায়ে জড়িয়ে রাখত। তারা তখনও পােশাক তৈরি করতে জানত না।

[4] হাতিয়ার : ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ হালকা ও ধারালাে ছুরি-জাতীয় হাতিয়ারের ব্যবহার শেখে। তবে এই সময়ের হাতিয়ারগুলির বেশিরভাগ ছিল ভারী নুড়িপাথরের তৈরি। সােয়ান উপত্যকা, পটোয়ার মালভূমি এবং শিবালিক পার্বত্য অঞ্চলে এই ধরনের হাতিয়ারের সন্ধান মিলেছে।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!