Class 12 Class 12 Education রাশিবিজ্ঞানের আলােচনায় ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলির অর্থ আলােচনা করাে : (i) সারিবিন্যাস (Rank Order), (ii) স্কোর। (Score), (iii) চল (Variable), (iv) সারি (Series)

রাশিবিজ্ঞানের আলােচনায় ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলির অর্থ আলােচনা করাে : (i) সারিবিন্যাস (Rank Order), (ii) স্কোর। (Score), (iii) চল (Variable), (iv) সারি (Series)

রাশিবিজ্ঞানের আলােচনায় ব্যবহৃত নিম্নলিখিত শব্দগুলির অর্থ আলােচনা করাে : (i) সারিবিন্যাস (Rank Order), (ii) স্কোর। (Score), (iii) চল (Variable), (iv) সারি (Series) Class 12 | Education | 8

Marks

উত্তর:

সারিবিন্যাস

সংগৃহীত রাশিগুলিকে যখন তার বিশেষ গুণ বা বৈশিষ্ট্য অনুসারে ক্রমানুযায়ী। সাজানাে হয়, তখন তাকে বলা হয় সারিবিন্যাস। যেমন, কয়েকজন লােককে তাদের ওজন অনুযায়ী সারিবিন্যাস করার অর্থ হল, যার ওজন সবচেয়ে বেশি। তাকে সর্বপ্রথমে রাখা| এইভাবে সবার শেষে থাকবে সবচেয়ে কম ওজনবিশিষ্ট লােকটি। অবশ্য ক্ষুদ্রতম থেকে বৃহত্তম এইভাবে সাজানাে থাকলেও হবে। মােট কথা হল, বড়াে থেকে ছােটো বা ছােটো থেকে বড়াে যে-কোনাে পদ্ধতিতে বিন্যাস করাকেই সারিবিন্যাস বলা হয়।

স্কোর

ব্যক্তির বৈশিষ্ট্যের পরিমাপকে সংখ্যার দ্বারা প্রকাশ করলে তাকে ব্যক্তির স্কোর বলা হয়। স্কোর বিভিন্ন ধরনের হতে পারে ব্যক্তির উচ্চতা, মাসিক বেতন, পরীক্ষার ফলাফল, বুদ্ধ্যাঙ্ক ইত্যাদি স্কোরের সাহায্যে নির্দেশ করা হয়। ব্যক্তির যে সমস্ত গুণ, বৈশিষ্ট্য বা ধর্ম পরিবর্তনশীল, সেগুলিকে স্কোর দিয়ে প্রকাশ করা যায়।

চলক

যে রাশির মান পরিবর্তিত হয় তাকে চলক বলে | দুটি চলের মধ্যে যখন আমরা পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে চাই তখন একটিকে বলা হয় চল এবং অপরটিকে বলা হয় চলক যেমন—বয়স বাড়ার সঙ্গে বুদ্ধি বাড়লে, বয় হল চলক এবং বুদ্ধি হল চল।

সারি

3, 4, 5, 6, 7, 8, 9—এই স্কোরগুলি হল একটি সারি। এই সারি দুই প্রকারের হয়| অবিচ্ছিন্ন এবং বিচ্ছিন্ন সারি। পরপর সাজানাে বস্তুর মধ্যে যদি কোনাে ছেদ না থাকে তবে তাকে অবিচ্ছিন্ন সারি বলে। উদাহরণস্বরূপ, দৈর্ঘ্যের পরিমাপকে আমরা অবিচ্ছিন্ন সারির মধ্যে ফেলতে পারি। এর কারণ দৈর্ঘ্য পরিমাপের ক্ষেত্রে গজ থেকে ফুট, তা থেকে ইঞ্চি ধাপে ধাপে নেমে এসেছে। তার মধ্যে কোনাে ফাঁক নেই। যে সারি পরপর সাজানাে অথচ ছেদযুক্ত তাকে বিচ্ছিন্ন সারি বলে। যেমন, কোনাে ব্যক্তির সন্তানসংখ্যা। সন্তানসংখ্যা পূর্ণ হতে হবে। যেমন—টি, 2টি বা 3টি, 1.5 বা 1.7 সন্তান হতে পারে না।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!