Class 7 Class 7 Bengali রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর | মাইকেল অ্যানটনি | Rastay Cricket Khela Question Answer | Class 7 | Wbbse

রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর | মাইকেল অ্যানটনি | Rastay Cricket Khela Question Answer | Class 7 | Wbbse

প্রিয় শিক্ষার্থীরা, আজকের এই আর্টিকেলে আমরা Class 7-এর বাংলা পাঠ্যবইয়ের মাইকেল অ্যানটনি -র লেখা ‘রাস্তায় ক্রিকেট খেলা গল্পের প্রশ্ন উত্তর’ নিয়ে আলোচনা করেছি। গল্পটির শেষে থাকা হাতে-কলমে অংশের প্রশ্নগুলির উত্তর এখানে সহজ ও সরল ভাষায় লিখে দেওয়া হয়েছে, যাতে তোমরা সহজেই বুঝতে পারো। এই উত্তরগুলি মনোযোগ দিয়ে পড়লে তোমাদের পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে।

রাস্তায় ক্রিকেট খেলা

মাইকেল অ্যানটনি


হাতে কলমে প্রশ্ন উত্তর

১. বন্ধনীতে দেওয়া একাধিক উত্তরের মধ্যে ঠিক উত্তরটি বেছে নিয়ে নীচের বাক্যগুলি আবার লেখো:

১.১ বর্ষাকালে এমনই ছিল (মেয়ারো/ব্রাজিল / ত্রিনিদাদ)।
উত্তর :
বর্ষাকালে এমনই ছিল মেয়ারো

১.২ নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি (ইতালিতে/লন্ডনে/স্পেনে) যা ।
উত্তর :
নেবুর পাতায় করমচা স্পেনে

১.৩ (ধুত্তোর/নিকুচি/ভাল্লাগেনা) মনে মনে বললাম।
উত্তর : নিকুচি
মনে মনে বললাম।

১.৪ ভেতরে-ভেতরে (গুমোট/দুর্যোগপূর্ণ/হিংস্র) আবহাওয়াকে আমি ভয় পেতাম।
উত্তর :
ভেতরে-ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।

১.৫ অ্যামি ডাকে (হেড/টেল)।
উত্তর :
অ্যামি ডাকে টেল

📝Class 7 বাংলা অন্যান্য অধ্যায়ের প্রশ্নোত্তর

২. কার্য-কারণ সম্পর্ক অনুযায়ী পাশাপাশি বাক্য লেখো :

২.১ বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই।
উত্তর :
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে গল্পকথক ও তার বন্ধুদের বর্ষাকালে রাস্তায় ক্রিকেট খেলার সুযোগ মিলত অল্পই। কারণ, যখনই তারা খেলতে যেত তখনই বৃষ্টি এসে তাড়া করে তাদের উঠোনে ঢুকিয়ে দিত।

২.২ ওরা চেঁচাতে লাগল, ‘নেবুর পাতায় করমচা/হে বৃষ্টি, স্পেনে যা।’
উত্তর :
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে অ্যামি ও ভার্ন রাস্তায় ক্রিকেট খেলতে যত আনন্দ পায়, বৃষ্টিতে ভিজতেও তত আনন্দ পায়।তাই বৃষ্টিতে দুজন ভিজতে ভিজতে হুজুগে চেঁচিয়ে,-
‘নেবুর পাতায় করমচা,
হে বৃষ্টি স্পেনে যা।
– বলতে থাকে।

২.৩ ভেতরে ভেতরে হিংস্র আবহাওয়াকে আমি ভয় পেতাম।
উত্তর :
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে গল্পকথক মনে মনে হিংস্র আবহাওয়াকে খুব ভয় পেতেন।তার ছিল বৃষ্টির ভয়, তার সঙ্গী বাজ-বিদ্যুতের ভয়, উপকূলে আছড়ানো সমুদ্রের ভয়, ঝোড়ো হাওয়ার ভয়, বৃষ্টি থেমে যাওয়ার পর সবকিছু মরার মতো হয়ে থাকার ভয়।

২.৪ লজ্জিত হয়ে মাটির দিকে তাকাই।
উত্তর :
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে গল্পকথক একদিন ব্যাট করতে না দেওয়ায় ভার্নের ব্যাট-বল ঝোপে ছুঁড়ে ফেলেছিল।তারপর দীর্ঘদিন তাদের সাক্ষাৎ হয়না।নতুন বছরের গোড়ার দিকে রাস্তায় তাদের আবার দেখা হলে ভার্ন গল্পকথককে খেলতে ডাকলে ব্যাট ফেলে দেওয়ার অনুশোচনায় গল্পকথক লজ্জিত হয়ে মাটির দিকে তাকায়।

২.৫ খোলা মেজাজে বলে ‘নে সেলো, তুইই আগে ব্যাট কর’।
উত্তর :
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে নতুন বছরের গোড়ার দিকে রাস্তায় গল্পকথকের সাথে অ্যামি ও ভার্নের দেখা হলে।পুরোনো মনোমালিন্য ভুলে ভার্ন খুশি হয়ে গল্প কথককে আগে ব্যাট করতে দেয় ।

২.৬ ওর চোখের কোণে জল চিকচিক করে দেখতে পাই।
উত্তর :
মাইকেল অ্যানটনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে গল্পকথকে ব্যাট করতে না দেওয়ায় সে ভার্নের ব্যাট-বল ঝোপে ছুঁড়ে মারে।ভার্ন মুখে স্বীকার না করলেও সে কষ্ট পায়।তার চোখে চিকচিক জল দেখতে পাওয়া যায়।

৩. নীচের বাক্যংশগুলি কোন বিশেষ অর্থ প্রকাশ করেছে লেখো:

৩.১ বাতাস ছুটে এসে বদ মেজাজ ঝাপট মারত।
উত্তর :
ঝোড়ো হাওয়ার দাপট।

৩.২ জামাকাপড় জুবজুবে।
উত্তর :
বৃষ্টির জলে সম্পূর্ণ ভেজা।

৩.৩. বৃষ্টির ভয়ানক হাতুড়ি পড়তে লাগল।
উত্তর :
বড়ো বড়ো বৃষ্টির ফোঁটা।

৩.৪. তার মুখ উদ্ভাসিত।
উত্তর :
খুশিতে উজ্জ্বল।

৩.৫ ভার্ন ড্যাবড্যাব করে চায়।
উত্তর :
অবাক / বিস্মিত।

৪. নীচের বিশেষ্যগুলি বিশেষণে আর বিশেষণগুলি বিশেষ্যে বদলে বাক্য রচনা করো :

গোমরা, হুজুগে, চিৎকার, সাহসী, অভিনব।

উত্তর :

গোমরা (বিশেষণ) – গুমর (বিশেষ্য) = অনিক ভালো চাকরি করে, তাতেই এত গুমর?

হুজুগে (বিশেষণ) – হুজুগ (বিশেষ্য) = আজকালকার ছেলেমেয়েদের মধ্যে নতুন নতুন হুজুগ দেখা যায়।

চিৎকার (বিশেষ্য) – চিৎকৃত (বিশেষণ) = চয়নের চিৎকৃত কন্ঠস্বর সকলকে অবাক করে দিল।

সাহসী (বিশেষণ) – সাহস (বিশেষ্য) = মনে সব সময় সাহস রাখা উচিত।

অভিনব (বিশেষণ) – অভিনবত্ব (বিশেষ্য) = শোভনের পরিচালিত নতুন নাটকটির অভিনবত্ব আছে।

৫. নীচের বাক্যগুলিতে কোন কোন শব্দে বচন কীভাবে নির্দেশিত হয়েছে তা লেখো :

৫.১ ওরা হাসছে।
উত্তর :
বহুবচন

৫.২ ঝুলে পড়া মেঘগুলো ঘন কালো হয়ে উঠত।
উত্তর :
বহুবচন

৫.৩ অ্যামি আমাদের উঠোনে।
উত্তর :
একবচন, বহুবচন

৫.৪ এমন সময় কলজেটা যেন লাফ দিয়ে উঠল।
উত্তর :
একবচন

৫.৫ পকেট থেকে একটা পেনি বার করে বলে ‘টস কর’।
উত্তর :
একবচন

৬. নিম্নরেখ অংশের কারক ও বিভক্তি নির্ণয় করো :

৬.১ সবে দৌড়ে ফিরেছি বৃষ্টি থেকে ।
উত্তর :

🔹 কারক: অপাদান কারক।
🔹 বিভক্তি/অনুসর্গ: ‘থেকে’ (অনুসর্গ)।

৬.২ আর মুখ একেবারে ভেজা।
উত্তর :

🔹 কারক: কর্ম কারক।
🔹 বিভক্তি: ’শূন্য’ বিভক্তি।

৬.৩ আমি দাঁড়িয়ে রইলাম।
উত্তর :

🔹 কারক: কর্তৃ কারক।
🔹 বিভক্তি:
’শূন্য’ বিভক্তি।

৬.৪ আমি ছিটকে চলে গেলাম খাটের তলায়
উত্তর :

🔹 কারক: অধিকরণ কারক।
🔹 বিভক্তি: ‘য়’ বিভক্তি।

৬.৫ ভার্ন রাস্তা থেকে চেঁচিয়ে ডাকে।
উত্তর :

🔹 কারক: অপাদান কারক।
🔹 বিভক্তি/অনুসর্গ: ‘থেকে’ (অনুসর্গ)।

৭. নীচের বাক্যগুলি থেকে উপযুক্ত প্রশ্ন তৈরি করো :

৭.১ রাস্তায় ক্রিকেট খেলতে ওদের যত আনন্দ, ঝমঝম বৃষ্টিতেও যেন তত।
উত্তর :
রাস্তায় ক্রিকেট খেলার মতো ওদের আর কোন বিষয়ে আনন্দ?

৭.২ ভার্ন আলশের তলায় আশ্রয় নিয়েছিল।
উত্তর :
ভার্ন কোথায় আশ্রয় নিয়েছিল?

৭.৩ আবার কী ভয়ংকর বজ্রপাতের শব্দে আকাশ কেঁপে উঠল।
উত্তর :
আবার কীসের শব্দে আকাশ কেঁপে উঠল?

৭.৪ দৌড়ে যাই যেখানে ভার্নের ব্যাট আর বল রেখেছিলাম।
উত্তর :
কোথায় দৌড়ে যাই?

৭.৫ আমি অনেকবার ঠিক করেছি সাহসী হব, কিন্তু যখনই বাজ পড়ত অমনি ছিটকে ঢুকতাম খাটের তলায়।
উত্তর :
আমি অনেকবার সাহসী হব ঠিক করেও, বাজ পড়লে কী করতাম?

৮. উদ্ধৃতি চিহ্ন পরিহার করে বাক্যগুলি নিজের ভাষায় লেখো :

৮.১ ‘আমি দু-নম্বর ব্যাট’, ভার্ন বলে।
উত্তর :
ভার্ন বলল যে, সে দু নম্বর ব্যাট।

৮.২ সে বলে সেলো, ব্যাট আর বল কোথায়?
উত্তর :
সে সেলোকে জিজ্ঞাসা করল ব্যাট আর বল কোথায়।

৮.৩ ‘ভার্ন’, সে চেঁচিয়ে ডাকে,’ এই ভার্ন, দ্যাখ, সেলো!”
উত্তর :
সে ভার্নকে চেঁচিয়ে ডেকে সেলোকে দেখতে বলে।

৯. কোনটি কোন দেশের মুদ্রা উল্লেখ করো :

পেনি, ডলার, পেসো, রুবল, টাকা ।

উত্তর :

পেনি – ইংল্যান্ড।

ডলার – আমেরিকা

পেসো – মেক্সিকো, আর্জেন্টিনা।

রুবল – রাশিয়া।

টাকা – ভারত, বাংলাদেশ।

১০. নীচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও :

১০.১ তোমার রাজ্যের কোন দিকে সমুদ্র রয়েছে?
উত্তর :
আমার রাজ্যের দক্ষিণ দিকে সমুদ্র রয়েছে।

১০.২ খেলাধূলা নিয়ে লেখা তোমার পড়া বা শোনা একটি গল্পের নাম লেখো।
উত্তর :
খেলাধুলা নিয়ে লেখা আমার পড়া একটি গল্পের নাম, শরদিন্দু বন্দ্যোপাধ্যায় রচিত ‘গাধার কান’।

১০.৩ ঘরের ভিতরের ও বাইরের দুটি খেলার নাম লেখো।
উত্তর :
ঘরের ভিতরে দুটি খেলার নাম, দাবা ও টেবিল টেনিস। ঘরের বাইরে দুটি খেলার নাম, ক্রিকেট ও ফুটবল।

১০.৪ তোমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম লেখো।
উত্তর :
আমার রাজ্যের একজন বিখ্যাত ক্রিকেট খেলোয়াড়ের নাম সৌরভ গাঙ্গুলী ।

১০.৫ তোমার জানা ঋতু বিষয়ক যে কোনো একটি ছড়ার প্রথম পংক্তি লেখো।
উত্তর :

আমার জানা ঋতু বিষয়ক
একটি ছড়ার প্রথম পঙক্তি,
“এসেছে শরৎ, হিমের পরশ
লেগেছে হাওয়ার পরে।”
রবীন্দ্রনাথ ঠাকুর।

১১. নীচের প্রশ্নগুলির দু/একটি বাক্যে উত্তর দাও :

১১.১ মাঠের খেলাধূলার সঙ্গে রাস্তার খেলাধূলার ফারাকগুলি লেখো।
উত্তর :
 মাঠের খেলাধূলার সঙ্গে রাস্তার খেলাধূলার পার্থক্যগুলি হল,-
এক।। মাঠের খেলাধূলায় অনেক জায়গা পাওয়া যায়। রাস্তার খেলাধূলায় অল্প জায়গার মধ্যে খেলতে হয়।
দুই।। মাঠে ক্রিকেট, ফুটবল, ব্যাডমিন্টন খুব ভালোভাবেই খেলা যায়। রাস্তায় সব খেলা ভালোভাবে খেলা যায় না
তিন।। মাঠে খেলাধূলায় বিঘ্ন ঘটার সম্ভাবনা থাকে না বললেই চলে।। রাস্তায় খেলাধুলায় নানা কারণে বিঘ্ন ঘটতে পারে।

১১.২ সমুদ্রের ধারে ঝড় কীভাবে ভয়ংকর হয়ে ওঠে?
উত্তর :
সমুদ্রের ধারে ঝড় উঠলে ঢেউগুলো বিশালাকার ধারণা করে উপকূলে আছড়ে পড়ে। ফলে উপকূলের ঘরবাড়ি, জনবসতি, ফসল ক্ষতিগ্রস্ত হয়। সমুদ্রের ধারে ঝড় এভাবেই ভয়ংকর হয়ে ওঠে।

১১.৩ গল্পে মোট কটি কিশোর চরিত্রের সন্ধান পেলে? গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি কে?
উত্তর :
* মাইকেল অ্যান্টনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে মোট তিনটি কিশোর চরিত্রের সন্ধান পেলাম। অ্যামি, ভার্ন ও সেলো।
**গল্পের একমাত্র বয়স্ক চরিত্রটি সেলোর মা।

১১.৪ সেলো ভার্নের ব্যাট বল কেন ও কোথায় ছুঁড়ে ফেলে দিয়েছিল?
উত্তর :
মাইকেল অ্যান্টনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে বৃষ্টির পরে আবার খেলা শুরু হলে, দু নম্বরে কে ব্যাট করবে তা নিয়ে গল্পকথক সেলো ও অ্যামির মধ্যে বিবাদ শুরু হয়। তাদের বিবাদ মেটাতে ভার্ন টস করে এবং টসে অ্যামি জিতে যায়। একারণে মনের দুঃখে ও রাগে গল্পকথক ভার্নের ব্যাট ও বল তাদের বাড়ির পিছনের ঝোঁপে ছুঁড়ে ফেলে দিয়েছিল।

১১.৫ তাদের বিবাদ কীভাবে মিটে গেল?
উত্তর :
মাইকেল অ্যান্টনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পে দু নম্বরে কে ব্যাট করবে তা নিয়ে অ্যামি ও গল্পকথকের মধ্যে বিবাদ হয় এবং টসে অ্যামি জিতে গেলে গল্পকথক সেলো রাগে, দুঃখে ভার্নের ব্যাট ঝোপে ফেলে দেয়। এরপর বাকি বর্ষাকাল গল্পকথকের সাথে তাদের আর দেখা হয়নি। এরপর নতুন বছরের গোড়ার দিকে তাদের আবার রাস্তায় দেখা হয়। তারা তখন সবে রাস্তায় ক্রিকেট খেলা শুরু করেছে। সেলোকে দেখে অ্যামি ও ভার্ন পুরোনো বিবাদ ভুলে গিয়ে আনন্দে উদ্ভাসিত হয়ে তাকে খেলতে আহ্বান করে। ভার্ন গল্প কথককে আগে ব্যাট করতে দেয়। এভাবেই তাদের বিবাদ মিটে যায়।

১২. রাস্তায় ক্রিকেট খেলা গল্পটি পড়ে কোন কোন অনুষঙ্গে মনে হলো যে গল্পটি বিদেশি গল্প?
উত্তর : মাইকেল অ্যান্টনি রচিত ‘রাস্তায় ক্রিকেট খেলা’ গল্পটি পড়ে যে যে অনুসঙ্গে আমার মনে হয়েছে গল্পটি বিদেশি তা হল, –

এক।। গল্পে উল্লেখিত ‘মেয়ারো’ নামক জায়গার নাম। এছাড়াও সেলো, অ্যামি, ভার্ন চরিত্রের নামগুলো ও বিদেশি। এছাড়াও মুদ্রা হিসেবে ‘পেনি’র উল্লেখ আছে।

দুই।। “নেবুর পাতায় করমচা / হে বৃষ্টি, স্পেনে যা।” এই পঙক্তিতেও বিদেশের উল্লেখ রয়েছে।

তিন।। আমরা সাধারণত বর্ষাকালে ফুটবল খেলতে বেশি পছন্দ করি। বর্ষাকালে ক্রিকেট খেলার পরিকল্পনা আমাদের সাধারণত থাকে না।

১৩. তোমার নিজের চেনা পরিবেশ ও চরিত্রের সঙ্গে গল্পের মিলগুলো সূত্রাকারে লেখো। শিক্ষকের সাহায্য নিয়ে পৃথিবীর মানচিত্রে দেশটির অবস্থান দেখে নাও।
উত্তর : নিজে কর ।

আরো পড়ুন

গল্পবুড়ো কবিতার প্রশ্ন উত্তর | সুনির্মল বসু | Golpo Buro Kobita Question Answer | Class 5 | Wbbse

বুনো হাঁস প্রশ্ন উত্তর | লীলা মজুমদার | Buno Has Class 5 Question Answer | Wbbse

দারোগাবাবু এবং হাবু কবিতার প্রশ্ন উত্তর | Daroga Babu Ebong Habu Question Answer | Class 5 | Wbbse

এতোয়া মুন্ডার কাহিনী প্রশ্ন উত্তর | Etoya Mundar Kahini Question Answer | Class 5 | Wbbse

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment