পরিবারের ধরণে সাম্প্রতিক প্রবণতা (Recent trends in family pattern) উল্লেখ কর Class 12 | Sociology (সামাজিক কাঠামোগত পরিবর্তন) 8 Marks
উত্তর:
পরিবারের ধরনে সাম্প্রতিক প্রবণতা (Recent Trends in Family Pattern)
দু’ধরনের মতবাদ : পরিবারের ভবিষ্যৎ সম্পর্কিত আলােচনায় একদল সমাজতাত্ত্বিক পুরােপুরি নৈরাশ্যবাদী মতামত ব্যক্ত করেন। তারা এই আশঙ্কা পােষণ করেন যে, অদূর ভবিষ্যতে হয়ত পৃথিবীতে পরিবারের অস্তিত্বের অবসান ঘটবে। বিপরীতক্রমে আর এক শ্রেণির সমাজবিজ্ঞানী আছেন, যাঁরা পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে বিশেষভাবে আশাবাদী। তাদের ভাবীকালের পরিবার হবে এক স্বর্গীয় নীড়; প্রেম-প্রীতি ও সুখ-সাচ্ছন্দ্যের স্বর্গীয় সুষমায় পরিপূর্ণ।
পরিবারব্যবস্থা বিলুপ্ত হবে—একটি মত : নৈরাশ্যবাদী সমাজতত্ত্ববিদদের বক্তব্য অনুসারে আগেকার পরিবারগুলি ছিল স্থিতিশীল। কারণ সাবেককালের গ্রামীণ সম্প্রদায়সমূহের মধ্যে যৌথ পরিবারব্যবস্থা প্রতিষ্ঠিত ছিল এবং গ্রামীণ যৌথ পরিবারগুলি ছিল পিতৃতান্ত্রিক। কিন্তু কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে পরিবেশ-পরিস্থিতিরও পরিবর্তন ঘটেছে। বর্তমানে মানুষের জীবন-দর্শনেরও মৌলিক পরিবর্তন ঘটেছে। মানুষের মধ্যে এখন গণতান্ত্রিক ধ্যান-ধারণার বিকাশ ও বিস্তার ঘটেছে। মানুষ এখন ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী চিন্তা-চেতনার দ্বারা পরিচালিত হচ্ছে। আগেকার সমাজে প্রচলিত লােকাচার, লােকনীতি প্রভৃতিও এই আদর্শগত পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যাপকভাবে পরিবর্তিত হয়েছে। এবং এই পরিবর্তনের পরিপ্রেক্ষিতে ব্যক্তিবর্গের উপর সামাজিক নিয়ন্ত্রণের রাশ ক্রমশঃ শিথিল হয়ে আসছে। তা ছাড়া বাইরের বিভিন্ন সংস্থা বর্তমানে পরিবারের চিরাচরিত দায়-দায়িত্বগুলি সম্পাদন করেছে। এই বাহ্যিক সংস্থাসমূহের উপর পরিবারের সাবেকী দায়-দায়িত্ব ন্যস্ত করার প্রবণতা ক্রমান্বয়ে বাড়ছে।
বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তির অভাবনীয় বিকাশ ও বিস্তার ঘটেছে। তার ফলে শিল্পায়ন ও নগরায়ণের উল্লেখযােগ্য উন্নতি হয়েছে। শিল্প ও নগরসভ্যতার বিকাশ ও বিস্তারের ফলশ্রুতি হিসাবে বর্তমানে দম্পতি কেন্দ্রিক পরিবারের বা একক পরিবারের (nuclear family) সৃষ্টি হয়েছে। এই ধরনের পরিবারের সন্তানসন্ততিহীন পরিবারে পরিণত হওয়ার সমূহ সম্ভাবনা বর্তমান।
আশাবাদীদের অভিমত : আর এক শ্রেণির সমাজবিজ্ঞানী আছেন যাঁরা পরিবারের ভবিষ্যৎ সম্পর্কে সম্পূর্ণ বিপরীত মত পােষণ করেন। এঁরা হলেন আশাবাদী। তারা ভাবীকালের পরিবারব্যবস্থার এক আনন্দঘন উজ্জ্বল-উচ্ছল চিত্র চিত্রিত করেছেন। এই শ্রেণির চিন্তাবিদগণ পরিবারের ভবিষ্যৎ সম্পর্কিত যাবতীয় আশঙ্কা ও উদ্বেগকে ভিত্তিহীন বলে নস্যাৎ করে দিয়েছেন। শিল্পায়ন ও নগরায়ণজনিত কারণে পরিবারব্যবস্থার পরিবর্তন অবশ্যম্ভাবী। এ বিষয়ে আশাবাদী সমাজবিজ্ঞানীরাও অভিন্ন মত পােষণ করেন। কিন্তু তার পরেও তারা বলেন যে এই সমস্ত পরিবর্তন হল নিতান্তই পরিবৃত্তিকালের বৈশিষ্ট্য। বর্তমানে পরিবারব্যবস্থার সাংগঠনিক ক্ষেত্রে যে অস্থিরতা বর্তমান তা স্থায়ী হতে পারে না এবং তা স্থায়ী হবে না। পরিবৃত্তিকালের পরবর্তী পর্যায়ে এই অস্থিরতা অন্তর্হিত হবে। তারপর পরিবার-ব্যবস্থার স্থায়িত্ব সুদৃঢ় হবে। তখন পরিবারের স্বরূপ, সংগঠন ও কার্যাবলীর ক্ষেত্রে অধিকতর স্থিতিশীল অবথা প্রতিপন্ন হবে।
ভবিষ্যৎ পরিবারের সমৃদ্ধ চিত্র : আধুনিক সমাজতত্ত্বের আলােচনায় অনেকে ভাবীকালের দম্পতিকেন্দ্রিক বা একক পরিবারের এক আনন্দোচ্ছল অবস্থার কথা বলেছেন। এঁদের অভিমত অনুসারে ভাবীকালের পরিবারগুলি হবে দম্পতিকেন্দ্রিক। এই রকম একক পরিবারগুলি হবে ক্ষুদ্রায়তনবিশিষ্ট। এই সমস্ত পরিবারের উপর দায়িত্বের বােঝাও থাকবে কম। সুতরাং স্বাভাবিকভাবেই স্বামী-স্ত্রীর পারস্পরিক আকর্ষণ বৃদ্ধি পাবে। এবং এই আকর্ষণ হবে অধিকতর দৃঢ়। পরিবারের সদস্যদের মধ্যে প্রেম-প্রীতির সম্পর্ক হবে অনেক বেশি গভীর। মানুষের সুখ-শান্তির প্রত্যাশাপূরণের নির্ভরযােগ্য প্রতিষ্ঠান হিসাবে এবং আবেগ-উচ্ছাস পরিতৃপ্তির নিশ্চিত আলয় হিসাবে পরিবারগুলি সমাজে অধিষ্ঠিত থাকবে। ভাবীকালের সমাজজীবনে এই ধরনের পরিবারের প্রয়ােজনীয়তা আরও বাড়বে। কারণ মানুষের জীবনধারার জটিলতা ক্রমশঃই বাড়তে থাকবে। এবং তার ফলে মানুষের জীবন হয়ে পড়বে মমত্বহীন নীরস। এই ধরনের পরিবর্তিত পরিস্থিতিতে পরিবারের ভূমিকা ব্যক্তির কাছে অপরিহার্য প্রতিপন্ন হবে। কারণ তখন পরিবারের প্রেম-প্রীতি ও মায়া-মমতার আকর্ষণ ব্যক্তিবর্গের কাছে অতিমাত্রায় বৃদ্ধি পাবে। ভাবীকালের এই পরিবার ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক ভূমিকা পালন করবে। মানব পরিবারের ভবিষ্যতের বিষয়টিকে আর একদিক থেকেও পর্যালােচনা করা প্রয়ােজন। আগামী দিনে বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার অভাবনীয় উন্নতি ঘটবে। মানুষের ভােগ্যসামগ্রী অপর্যাপ্ত পরিমাণে উৎপাদিত হবে। এই অবস্থায় মানুষের দারিদ্র্য দূরীভূত হওয়ায় সম্ভাবনা সৃষ্টি হবে। তখন অবকাশযাপন ও বিনােদনের ক্ষেত্রে মানুষ পর্যাপ্ত সুযােগ-সুবিধা পাবে। এই সমস্ত কিছুর সামগ্রিক ফল হিসাবে পরিবার-জীবন সুখ-স্বাচ্ছন্দ্যে সমৃদ্ধ হয়ে উঠবে।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।