রসে মতানে ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখাে। Class 10 | Geography | 3 Marks
উত্তর:-
রসে মতানে ও ড্রামলিনের পার্থক্য : রসে মতানে ও ড্রামলিনের মধ্যে প্রধান পার্থক্যগুলি হল —
বিষয় | রসে মতানে | ড্রামলিন |
ধারণা | হিমবাহের ক্ষয়কার্যের মাধ্যমে সৃষ্ট উঁচু ঢিবির মতাে দেখতে শিলাস্তুূপ রসে মতানে নামে পরিচিত। | হিমবাহ ও জলাধারার মিলিত সঞ্চয়কার্যের মাধ্যমে সৃষ্ট স্বল্পোচ্চ ঢিবি বা টিলার মতাে দেখতে ভূমিরূপ ড্রামলিন নামে পরিচিত। |
অবস্থান | উচ্চ পার্বত্য অঞ্চলে দেখা যায়। | পর্বতের পাদদেশে বহিঃধৌত সমভূমিতে বা তার কাছাকাছি দেখা যায়। |
ভূমিরূপের বৈশিষ্ট্য | রসে মতানের হিমবাহ প্রবাহের দিক মসৃণ ও ঢালু এবং বিপরীত দিক অমসৃণ ও খাড়াই হয়। | ড্রামলিনের হিমবাহ প্রবাহের দিক অমসৃণ ও খাড়াই এবং বিপরীত দিক ঢালু হয়। |
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।