SAARC কী?

SAARC কী?  Class 10 | Geography | 3 Marks

উত্তর:-

গঠন : 1985 সালের 8 ডিসেম্বর ভারত, পাকিস্তান, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপ—দক্ষিণ এশিয়ার এই সাতটি দেশ Fact SAARC (South Asian Association for Regional Cooperation) গঠিত হয়। পরবর্তীকালে (2007 সালে) আফগানিস্তান সার্কের অন্তর্ভুক্ত হওয়ার পর বর্তমানে এর সদস্য দেশের সংখ্যা বেড়ে হয়েছে 8। 

উদ্দেশ্য : প্রদত্ত দেশগুলির মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, বিজ্ঞান, প্রযুক্তি, খেলাধুলা ইত্যাদি বিষয় সংক্রান্ত সহযােগিতার আদানপ্রদানের জন্য সংস্থাটি গঠিত হয়। 

সদর দপ্তর : সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু-তে অবস্থিত।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment