স্বদেশি আন্দোলনে সরলাদেবী চৌধুরানির কী ভূমিকা ছিল? 4 Marks/Class 10
উত্তর:-
ভূমিকা : জোড়াসাঁকো ঠাকুরবাড়ির কন্যা স্বর্ণকুমারী দেবীর কন্যা ছিলেন সরলাদেবী চৌধুরানি। ঠাকুরবাড়ির স্বাদেশিকতার আবহাওয়া সরলাদেবীকে প্রভাবিত করে এবং স্বদেশি আন্দোলনের মধ্যে দিয়ে তার জাতীয়তাবাদী আন্দোলনে অভিষেক সম্পন্ন হয়।
১. জাতীয়তাবাদী উৎসব উদযাপন : সুদূর মহিশুরে শিক্ষকতার কাজ করলেও তিনি ১৯০৩ খ্রিস্টাব্দে কলকাতায় আসেন। বাংলায় যুব সম্প্রদায়ের মধ্যে দেশপ্রেম, সাহস ও শৌর্য-বীর্য জাগ্রত করার জন্য তিনি প্রতাপাদিত্য উৎসব’ ও শক্তির আরাধনার জন্য বীরাষ্টমী ব্রত উৎসব উদ্যাপন করেন।
২. স্বদেশি গান রচনা : তিনি বহু স্বদেশি গান রচনা করে সর্ব সাধারণকে জাতীয়তাবােধে অনুপ্রাণিত করেন।
৩. ভারতী পত্রিকা সম্পাদন : সরলা দেবী দীর্ঘকাল ভারতী’ পত্রিকার সম্পাদনা করেন এবং এই পত্রিকায় বিভিন্ন প্রবন্ধ প্রকাশ করে নারী জাতিকে উজ্জীবিত করার চেষ্টা করেন। মেয়েদের স্বাস্থ্যচর্চার দিকে নজর রেখে তিনি স্বগৃহে ব্যায়ামাগার স্থাপন করেন।
৪. শরীরচর্চায় উৎসাহ দান : তিনি নিজে অসিচালনা জানতেন এবং যুবকদের লাঠিখেলা, অসি চালনা, কুস্তি ও শরীরচর্চার প্রতি উৎসাহ দিতেন।
৫. লক্ষ্মীর ভাণ্ডার স্থাপন : স্বদেশি পণ্য সাধারণের মধ্যে চালু করার জন্য ‘লক্ষ্মীর ভাণ্ডার’ বা ‘স্বদেশি স্টোর্স’ স্থাপন করেন।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।