সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখাে।

সাধারণ মানসিক ক্ষমতা কাকে বলে? সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যগুলি লেখাে। Class 12 | Education (শিক্ষাবিজ্ঞান) | 8 Marks

উত্তর:

সাধারণ মানসিক ক্ষমতা

স্পিয়ারম্যান শিক্ষাথীদের পারদর্শিতার ওপর সমীক্ষা করে জটিল পরিসংখ্যানগত কৌশল উপাদান বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্তে এসেছেন যে, সমস্ত রকমের বৌদ্ধিক কাজে কমবেশি একটি ক্ষমতার প্রয়ােজন হয়। এই ক্ষমতাকে বলা হয় সাধারণ মানসিক ক্ষমতা বা General Mental Ability (GMA)। এই মানসিক ক্ষমতাকে তিনি General Factor’ (সাধারণ উপাদান) বা সংক্ষেপে ‘G’ বলেছেন মনােবিদদের মতে, সাধারণ মানসিক শক্তি বা G উপাদানই হল বুদ্ধি। 

সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্যসাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য

সাধারণ মানসিক ক্ষমতার ধারণাটি আরও স্পষ্ট করতে গেলে এর বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা প্রয়ােজন। সাধারণ মানসিক ক্ষমতার ক্ষেত্রে যে উল্লেখযােগ্য বৈশিষ্ট্যগুলি লক্ষ করা যায়, সেগুলি হল— 

[1] সহজাত : এই ক্ষমতা সহজাত অর্থাৎ, জিনগতসূত্রে শিশু এই ক্ষমতার অধিকারী। একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত এই ক্ষমতা বিকশিত হয়। অধিকাংশ মনােবিদের মতে, সাধারণভাবে আঠারাে বছর পর্যন্ত এর বিকাশ ঘটে। শৈশবে বিকাশের হার খুব বেশি থাকে। বাল্যকালে তা কিছুটা হ্রাস পায়, কৈশােরে আবার বৃদ্ধি পায় এবং তার পরে ওই ক্ষমতার আর বিকাশ ঘটে না।

[2] সর্বজনীন: সব ব্যক্তিই কমবেশি সাধারণ মানসিক ক্ষমতার অধিকারী। সব ধরনের কাজে, বিশেষ করে বৌদ্ধিক কাজে এই ক্ষমতার কমবেশি প্রয়ােজন হয়। শিখন ও কর্মজীবনে সফলতা অর্জনে এই ক্ষমতার গুরুত্ব পরীক্ষা দ্বারা প্রমাণিত। 

[3) ব্যক্তিভেদে পরিবর্তনশীল : ব্যক্তিভেদে সাধারণ মানসিক ক্ষমতার পার্থক্য দেখা যায়। বেশিরভাগ ব্যক্তিই গড় মানসিক ক্ষমতাসম্পন্ন হয়।

[4] মনােবৈজ্ঞানিক ধারণা: সাধারণ মানসিক ক্ষমতা মনাে- বৈজ্ঞানিক ধারণামাত্র। এর গঠন সম্পর্কে এখনও তেমন কিছু জানা যায়নি। বিজ্ঞানীরা মনে করেন, গুরুমস্তিষ্কের ভাঁজের সঙ্গে এর একটা ইতিবাচক সম্পর্ক আছে।

[5] দুই প্রকার: মনােবিজ্ঞানে সাধারণ মানসিক ক্ষমতাকে দুটি ভাগে ভাগ করা হয়—মূর্ত ও বিমূর্ত। বস্তুধর্মী ও হাতেনাতে কাজ করতে মূর্ত সাধারণ ক্ষমতা ব্যবহৃত হয়। বিমূর্ত চিন্তা, সমস্যাসমাধান প্রভৃতি কাজে যে সাধারণ মানসিক ক্ষমতার প্রয়ােজন হয়, তাকে বিমূর্ত সাধারণ মানসিক ক্ষমতা বলে | 

[6] একাধিক মৌলিক ক্ষমতার সমন্বয় : মনােবিদদের মতে, সাধারণ মানসিক ক্ষমতার মধ্যে কয়েকটি মৌলিক ক্ষমতা দেখা যায় | গিলফোর্ডবুদ্ধি বা সাধারণ মানসিক ক্ষমতার মধ্যে 150টি উপাদান আছে বলে মন্তব্য করেছেন।

[7] অভিযােজনের মাধ্যমে প্রকাশিত: পরিবেশের বিভিন্ন দিকের সঙ্গে অভিযােজন বা আচরণের মাধ্যমে এই ক্ষমতার প্রকাশ ঘটে। অভিযােজনের সফলতা সাধারণ মানসিক ক্ষমতার ওপর নির্ভর করে। 

[৪] অনুশীলননিরপেক্ষ: অনুশীলনের দ্বারা এই ক্ষমতা বৃদ্ধি করা যায় না। শিশু যে পরিমাণ সাধারণ মানসিক ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে তার বৃদ্ধি করা সম্ভব হয় না। 

[9] পরিমাপযােগ্য : সাধারণ মানসিক ক্ষমতা পরিমাপযােগ্য। এর পরিমাপের জন্য একাধিক অভীক্ষা প্রস্তুত হয়েছে, যাকে আমরা বুদ্ধি অভীক্ষা বলি।

[10] সঞ্চালনশীল; যারা যত এই ক্ষমতার অধিকারী, তারা এক বিষয়ের জ্ঞানকে অন্য বিষয়ে তত সঞলন করতে পারে সাধারণ মানসিক ক্ষমতার আলােচনা থেকে এটা স্পষ্ট যে, শিখনের সঙ্গে এর সম্পর্ক গভীর। শিক্ষণীয় বিষয়বস্তু, শিক্ষাপদ্ধতি ইত্যাদির পরিকল্পনা করতে গিয়ে শিক্ষাথীদের সাধারণ মানসিক ক্ষমতার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়ােজন

Read Also

মানসিক ক্ষমতা বা বুদ্ধি কাকে বলে | শিখনে বুদ্ধির ভূমিকা আলোচনা করো

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment

error: Content is protected !!