বায়ুপ্রবাহের সাথে বায়ুচাপের সম্পর্ক কী? Class 10 | Geography | 3 Marks
উত্তর: সাময়িক বায়ুর শ্রেণিবিভাগ : কিছু কিছু বায়ুপ্রবাহ আছে যেগুলি সারা বছর প্রবাহিত না হয়ে দিনের বা বছরের কোনাে নির্দিষ্ট সময়ে কোনাে নির্দিষ্ট স্থানে প্রবাহিত হয়। এদের বলে সাময়িক বায়ুপ্রবাহ। সাময়িক বায়ু প্রধানত চার প্রকার — ১) সমুদ্রবায়ু, ২) স্থলবায়ু, ৩) মৌসুমি বায়ু এবং ৪) পার্বত্য বায়ু ও উপত্যকা বায়ু ।
সমুদ্রবায়ু: দিনেরবেলা সমুদ্র থেকে যে বায়ু স্থলভাগের দিকে প্রবাহিত হয়, তাকে সমুদ্রবায়ু বলে।
1) সমুদ্রবায়ু প্রবাহের কারণ : [i] জলের তাপগ্রহণ ক্ষমতা: জলের আপেক্ষিক তাপগ্রাহীতা স্থলভাগের তুলনায় বেশি হওয়ায়, দিনেরবেলা একই পরিমাণ সূর্যালােক সম আয়তনের জলভাগ অপেক্ষা স্থলভাগকে বেশি উত্তপ্ত করে। সেকারণে স্থলভাগের বাতাস দ্রুত উত্তপ্ত ও হালকা হয়ে ওপরে উঠে গেলে সেখানে বায়ুর চাপ হ্রাস পায়। [ii] বায়ুচাপের পার্থক্য: জলভাগ অপেক্ষাকৃত শীতল থাকায় সেখানে বায়ুর চাপ স্থলভাগের তুলনায় বেশি থাকে। ফলে স্থলভাগ ও জলভাগের মধ্যে বায়ুচাপের পার্থক্য তৈরি হয়। এ কারণে শীতল বাতাস সমুদ্র থেকে থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয়।।
2) বায়ুপ্রবাহের সময়কাল: সমুদ্রবায়ু সাধারণত সকালবেলা থেকে প্রবাহিত হতে শুরু করলেও দুপুর থেকে বিকেলবেলার মধ্যে এই বায়ুর গতিবেগ সবচেয়ে বেশি হয়।
3) বায়ুপ্রবাহের প্রভাব: সমুদ্র উপকূলবর্তী অঞলে এই বায়ুপ্রবাহের আবহাওয়া সমভাবাপন্ন ও আরামদায়ক হয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।