সাময়িক ও সংবাদপত্রের ধারণার উল্লেখ করাে।

প্রশ্ন : সাময়িক ও সংবাদপত্রের ধারণার উল্লেখ করাে। 2 Marks

উত্তর : যেসব পত্রপত্রিকা সময়ের নির্দিষ্ট ব্যবধানে (প্রতি সপ্তাহে বা প্রতি ১৫ দিন অন্তর বা প্রতিমাসে প্রতি তিন মাস অন্তর) প্রকাশিত হয় যা সাময়িকপত্র নামে পরিচিত। ১৮১৮ খ্রিস্টাব্দে জে. মার্শম্যানের সম্পাদনায় ‘দিগদর্শন’ প্রকাশের মাধ্যমে বাংলা সাময়িকপত্রের সূচনা ঘটে।

অন্যদিকে দৈনিক নানা খবরাখবর নিয়ে প্রকাশিত পত্রিকা সংবাদপত্র নামে পরিচিত, যেমন—গঙ্গাকিশাের ভট্টাচার্যের সম্পাদনায় প্রকাশিত বাঙ্গাল গেজেট’ ছিল বাংলা ভাষায় বাঙালি পরিচালিত প্রথম সংবাদপত্র।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment