সংস্কৃতি বলতে কী বােঝ?

সংস্কৃতি বলতে কী বােঝ? Mark 3 | Class 6

উত্তর:-

অন্যান্য প্রাণীদের থেকে মানুষের উন্নতি ঘটাতে সাহায্য করেছে মানুষের নিজস্ব সংস্কৃতি। সংস্কৃতি বলতে এমনিতে নাচ-গান, পােশাক, শিল্প-সাহিত্যকে বােঝায়। খাওয়া, ঘুম মানুষের শরীরের জন্য প্রয়ােজন হয়। এসবের পাশাপাশি মানুষ নানান কাজকর্ম করে থাকে। এইসব কাজকর্মও মানুষের সংস্কৃতির অংশ, যেমন—আদিম মানুষের পাথরের ভোতা হাতিয়ার বানানােও ছিল তাদের সংস্কৃতি।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment