সাপেক্ষ বা শর্তাধীন বচন কাকে বলে? সাপেক্ষ বচনের বিভিন্ন প্রকারগুলি উদাহরণ-সহ আলােচনা করাে। Class 12 | Philosophy (বচন) 8 Marks
উত্তর:-
সাপেক্ষ বা শর্তাধীন বচন
যে বচনের ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধেয় সম্বন্ধটি কোনাে শর্তের ওপর নির্ভরশীল হয়, সেই বচনকেই বলা হয় সাপেক্ষ বা শর্তাধীন (conditional) বচন। এরুপ বচনে উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধটি তাই কখনােই স্বাভাবিকভাবে গ্রাহ্য নয়। উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে তাই যে-কোনাে রকম একপ্রকার শর্ত থেকেই যায়।
উদাহরণ:
1. যদি বৃষ্টি পড়ে তবে মাটি ভেজে।
2. হয় রহিম বক্স কলকাতা যাবে অথবা হায়দরাবাদ যাবে।
ব্যাখ্যা:
এই দুটি উদাহরণের ক্ষেত্রেই দেখা যায় যে, উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধটি দুটি ভিন্ন ভিন্ন প্রকার শর্তের ওপর নির্ভরশীল। এই ধরনের শর্তগুলি ছাড়া উদ্দেশ্য ও বিধেয়ের সম্বন্ধটিকে এখানে আদৌ ব্যাখ্যা করা যায় না। সে কারণেই এরূপ বচন দুটি সাপেক্ষ তথা শর্তাধীন বচন (conditional proportion) রূপে গণ্য।
উদাহরণসহ সাপেক্ষ বচনের কারসমূহ
সাপেক্ষ বচনের ক্ষেত্রে আমরা একটি শর্ত (condition)-কে উল্লেখ করি। এই শর্ত হল মূলত দুপ্রকারের – প্রাকল্পিক শর্ত এবং বৈকল্পিক শর্ত। এই দু-প্রকার শর্তের পরিপ্রেক্ষিতে সাপেক্ষ বচনও হল দুপ্রকারের [1] প্রাকল্পিক বচন (hypothetical proposition) এবং [2] বৈকল্পিক বচন (disjunctive proposition)।
1) প্রাকল্পিক বচন: প্রাকল্পিক বচন হল সেই বচন যা “যদি…তবে” নামক শব্দগুচ্ছ দ্বারা রচিত। যেমন—যদি মেঘ করে তবে বৃষ্টি হয়। প্রাকল্পিক বচনের অংশ হল দুটি—পূর্বগ বা পূর্ববর্তী ঘটনা (antecedent) এবং অনুগ বা অনুবর্তী ঘটনা (consequent) যে ঘটনাটি আগে ঘটে তাকে বলে পূর্বগ বা পূর্ববর্তী ঘটনা। আর যে ঘটনাটি পরে ঘটে তাকে বলে অনুগ বা অনুবর্তী ঘটনা। অনুবর্তী ঘটনাটি সবসময়ই পূর্ববর্তী ঘটনাকে অনুসরণ করে চলে। উপরের উদাহরণটিতে মেঘ করে নামক ঘটনাটি হল পূর্ববর্তী ঘটনা বা পূর্বগ, কারণ এরূপ ঘটনাটি আগে ঘটে৷ আর বৃষ্টি হয় নামক ঘটনাটি হল অনুবর্তী ঘটনা বা অনুগ, কারণ তা পরে ঘটে।
প্রাকল্পিক বচনের আকার: প্রাকল্পিক বচনের আকারকে নিম্নোক্তভাবে উপস্থাপিত করা যায়—
1. যদি P তবে Q।
2. যদি P নয় তবে Q নয়।
2) বৈকল্পিক বচন: বৈকল্পিক বচন হল সেই বচন যা ‘হয়…অথবা’ নামক শব্দগুচ্ছ দ্বারা রচিত। যথা— হয় গৌরমােহন শয়তান অথবা বােকা। বৈকল্পিক বচনের অংশ দুটি। বৈকল্পিক বচনের এক-একটি অংশকে বলা হয় বিকল্প। যে ঘটনাটিকে প্রথমে উল্লেখ করা হয়, তাকে বলে প্রথম বিকল্প, আর যে ঘটনাটিকে পরে উল্লেখ করা হয়, তাকে বলে দ্বিতীয় বিকল্প। উপরের উদাহরণটিতে গৌরমোহন শয়তান হল প্রথম বিকল্প অর গৌরমোহন বােকা হল দ্বিতীয় বিকল্প |
বৈকল্পিক বচনের আকার: বৈকল্পিক বচনের আকারটিকে নিম্নোক্তভাবে উল্লেখ করা যায়1. হয় P অথবা Q।
2. হয় P নয় অথবা Q নয়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।