সড়কপথে পরিবহণের সুবিধাগুলি কী কী? Class 10 | Geography | 3 Marks‘
উত্তর:-
সড়কপথে পরিবহণের সুবিধা: সড়কপথে পরিবহণের সুবিধাগুলি হল—
1. দ্রুত পরিবহণ: সড়কপথে যে-কোনাে হালকা পণ্য অতিদ্রুত গন্তব্যে পৌছে দেওয়া যায়।
2. যে-কোনাে সময় পরিবহণ: সড়কপথে যে-কোনাে সময় পরিবহণ করা যায়। রেল বা বিমান পথের মতাে কোনাে নির্দিষ্ট নিয়ম মেনে সড়কপথ পরিবহণ ব্যবস্থা চলে না।
3. প্রতিরক্ষা : দুর্গম স্থানে অথবা প্রতিরক্ষার কাজে সেনাবাহিনীর জন্য রসদ, অস্ত্রশস্ত্র, ওষুধ প্রভৃতি সড়কপথে পাঠানাে সুবিধাজনক।
4. সহজে পরিবহণ : সড়কপথের মাধ্যমে উৎপাদক অঞ্চল থেকে বাজারে সহজে দ্রব্য পরিবহণ করা যায়।
Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।