সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে গান্ধিজির নেতৃত্বে পরিচালিত আমেদাবাদ সত্যাগ্রহের বর্ণনা দাও l 

সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে গান্ধিজির নেতৃত্বে পরিচালিত আমেদাবাদ সত্যাগ্রহের বর্ণনা দাও l   4 Marks/Class 10

উত্তর:

ভূমিকা : সর্বভারতীয় রাজনীতিতে প্রবেশের আগে গান্ধিজির নেতৃত্বে আমেদাবাদ সুতােকল শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে যে শ্রমিক সত্যাগ্রহ আন্দোলন হয়, তা আমেদাবাদ সত্যাগ্রহ নামে খ্যাত।

আমেদাবাদ সত্যাগ্রহ : প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীতে মূল্যবৃদ্ধিজনিত কারণে আমেদাবাদের শ্রমিকরা বারবার বেতন বৃদ্ধির দাবিতে সােচ্চার হলেও সরকার নীরব থাকে। এদিকে মালিকপক্ষও শ্রমিকদের দাবি মেটাতে অস্বীকার করলে ৫০ শতাংশ মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকদের ধর্মঘটে শামিল হয়ে গান্ধিজি অনশন শুরু করেন—যা ছিল ভারতে গান্ধিজির নেতৃত্বে পরিচালিত প্রথম অনশন সত্যাগ্রহ। সারা ভারতে এর প্রতিক্রিয়া দেখা দেওয়ায় তিনদিনের মধ্যেই মালিকপক্ষ শ্রমিকদের দাবি মেনে নিয়ে ৩৫ শতাংশ মজুরি বৃদ্ধি করে।

গুরুত্ব : আমেদাবাদ সত্যাগ্রহের গুরুত্বগুলি হল— (১) শ্রমিকনেতা হিসেবে গান্ধিজির উত্থান ঘটে এবং তিনিই প্রথম শ্রমিক শ্রেণির প্রিয় নেতা হয়ে ওঠেন। (২) রাজনৈতিক অস্ত্র হিসেবে ‘অনশন’ একটা নতুন হাতিয়ার হয়ে ওঠে। (৩) গান্ধিজির প্রভাবে মালিকপক্ষ ও শ্রমিকপক্ষ মিলিত প্রচেষ্টায় এগিয়ে যাওয়ার শিক্ষা লাভ করে। (৪) গান্ধিজি শ্রমিক শ্রেণিকে নিয়মনিষ্ঠা মেনে কর্তব্যপরায়ণ হয়ে সংঘবদ্ধ হওয়ার পথ দেখিয়েছিলেন। (৫) মালিকপক্ষও গান্ধিজির ওপর আস্থা রাখার পন্থা খুঁজে পায়। ‘ 

উপসংহার : আমেদাবাদ সত্যাগ্রহে গান্ধিজির মতাে ইংরেজি শিক্ষিত কোনাে ভারতীয় নেতা প্রথম শ্রমিক কল্যাণে তাদের ত্রাণকর্তা হিসেবে এগিয়ে আসায় তিনি জনগণের একচ্ছত্র নেতৃত্ব লাভে সক্ষম হন।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment