দশম শ্রেনী (মাধ্যমিক) সত্যজিৎ রায় বিখ্যাত কেন? | Sattojit Ray Bikkhato Keno

সত্যজিৎ রায় বিখ্যাত কেন? | Sattojit Ray Bikkhato Keno

প্রশ্ন : সত্যজিৎ রায় বিখ্যাত কেন?  2 Marks

উত্তর : সত্যজিৎ রায় বিখ্যাত ছিলেন, কারণ— 

প্রথমত, সত্যজিৎ রায় ছিলেন একাধারে চিত্রশিল্পী, সাহিত্যিক ও চলচ্চিত্র পরিচালক ও বাংলা চলচ্চিত্রের জন্য অস্কার পুরস্কার প্রাপক।

দ্বিতীয়ত, বাঙালি চলচ্চিত্র পরিচালকদের মধ্যে তিনি ছিলেন সর্বাগ্রগণ্য, কারণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কাহিনি অবলম্বনে তিনি পথের পাঁচালি’ নামক চলচ্চিত্র নির্মাণ করেন যা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্বীকৃত ও প্রশংসা লাভ করে। 

তৃতীয়ত, তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে উল্লেখযােগ্য হল ‘গুপী গাইন বাঘা বাইন’, ‘অপুর সংসার’, শাখাপ্রশাখা’, ‘নায়ক’, ‘আগন্তুক’।

Note: এই আর্টিকেলের ব্যাপারে তোমার মতামত জানাতে নীচে দেওয়া কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করতে পারো। ধন্যবাদ।

Leave a Comment